ফোনে যেসব অ্যাপ ঝুঁকি বাড়ায়

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৮ মে ২০২৫, ১৪: ৫০
ছবি: সংগৃহীত

আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ মোবাইল ফোন। মানুষ দৈনন্দিন বিভিন্ন কাজ যেমন—বিনোদন, সামাজিক যোগাযোগ, ব্যাংকিং, এবং কেনাকাটা সবকিছুই ঝামেলাহীনভাবে মোবাইল অ্যাপের মাধ্যমে করছে। তবে এসব অ্যাপের মধ্যে কিছু ভয়ানক বিপদ রয়েছে, যা অজান্তেই আপনার ফোনে ভাইরাস ছড়িয়ে দিতে পারে এবং ব্যক্তিগত তথ্য চুরি হওয়ার আশঙ্কা তৈরি করে। সম্প্রতি গুগল প্লে স্টোরে থাকা বেশ কিছু অ্যাপে নিরাপত্তা ঝুঁকি চিহ্নিত করা হয়েছে। যদিও এরই মধ্যে গুগল প্লে স্টোর থেকে এসব অ্যাপ সরিয়ে নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বিশেষজ্ঞরা বলছেন, অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের মধ্যে এমন ম্যালওয়্যার রয়েছে, যা ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করে অপরাধীদের কম্পিউটারে সরবরাহ করে।

বিপজ্জনক হিসেবে চিহ্নিত অ্যাপগুলোর তালিকা:

- শুট ক্লিন (Shoot Clean)

- শুট ক্লিন লাইট (Shoot Clean Lite)

- ক্রিয়েটিভ থ্রিডি লঞ্চার (Creative 3D Launcher)

- ফানি ক্যামেরা (Funny Camera)

- ওয়াও বিউটি ক্যামেরা (WOW Beauty Camera)

- ফ্রিগ্লো ক্যামেরা (Freeglow Camera)

- রেজার কিবোর্ড অ্যান্ড থিম (Razer Keyboard & Theme)

- ভ্লগ স্টার ভিডিও এডিটর (Vlog Star Video Editor)

- জিআইএফ ইমোজি কিবোর্ড (Gif Emoji Keyboard)

- কোকো ক্যামেরা ভি১.১ (Coco Camera v1.1)

- সুপার ক্লিন (Super Clean)

- স্পিড ক্লিন (Speed Clean)

- রকেট ক্লিন (Rocket Cleaner)

- রকেট ক্লিনার লাইট (Rocket Cleaner Lite)

- কুইক গেমস (Quick Games)

- এইচ৫ গেম বক্স (H5 Game Box)

- লিঙ্ক ওয়ার্ল্ড ভিপিএন (LinkWorld VPN)

- অ্যান্টিভাইরাস সিকিউরিটি-সিকিউরিটি স্ক্যান, অ্যাপ লক ১.১.২

- কোলাট ফেস স্ক্যানার ১.১.২

- রুডি এসএমএস মড ১.১

- ইগনাইট ক্লিন ৭.৩

এই অ্যাপগুলো বহুবার ডাউনলোড করা হয়েছে। বর্তমানে গুগল প্লে স্টোর থেকে এগুলো সরিয়ে দেয়া হয়েছে, তবে এর মানে এই নয় যে আপনার ফোন থেকে এগুলো স্বয়ংক্রিয়ভাবে অদৃশ্য হয়ে যাবে। এজন্য আপনাকে নিজে থেকেই ফোন থেকে আনইন্সটল করতে হবে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত