এমরানা আহমেদ
আজ অমর একুশে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মেলা প্রাঙ্গণ জুড়ে গতকাল অমর একুশের আবহই ফুটে উঠেছিল। গতকাল মেলায় আগতদের অনেকেরই পোশাক-আশাক, সাজসজ্জায় সাদা-কালোয় একুশের বেদনার রং যেন মূর্ত হয়ে উঠেছিল।
কেউ কেউ একুশের বইমেলায় প্রচণ্ড ভিড় থাকবে বলে গতকাল পরিবার-পরিজন নিয়ে ঘুরে গেছেন। প্রাণের বইমেলা যে শেষ হয়ে আসছে। বইকে ঘিরেই তাই পাঠক, লেখক, প্রকাশক, স্টলের বিক্রয়কর্মীদের ব্যস্ততাও এখন চোখে পড়ার মতো। মেলায় প্রচণ্ড ভিড় ছিল। এদিকে পাঠকদের মধ্যেও বই কেনার হিড়িক পড়ে। পাঠকদের পছন্দসই বই দিতে বিক্রয়কর্মীদের অন্য কারো সঙ্গে কথা বলার ফুরসত মেলেনি।
একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আজ মেলার গেট খুলবে বিকাল ৩টার পরিবর্তে সকাল ৮টায়। থাকবে শিশুচত্বরে শিশু প্রহরের আয়োজন। বইমেলার ২০তম দিন বৃহস্পতিবার বাংলা একাডেমির তথ্যকেন্দ্রে নতুন বই জমা পড়ে ১১২টি। এ নিয়ে গত ২০ দিনে মোট জমা পড়ে এক হাজার ৯০৫টি বই।
বিভিন্ন স্টলের বিক্রয়কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, নিয়মিত লেখকদের বই বিক্রি হচ্ছে বেশি। তবে তরুণ লেখকদের বইয়ের পাঠকও নেহায়েত কম নয়। খ্যাতনামাদের পাশাপাশি এবারও প্রচুর তরুণ লেখকের বই প্রকাশ করেছে বিভিন্ন প্রকাশনী। অনেক বইয়ের ভিড়ে সত্যিকারের বইপ্রেমী পাঠকদের খুঁজে খুঁজে মেলা থেকে ভালো লেখকদের গবেষণা গ্রন্থ ও উপন্যাস, গল্প, প্রবন্ধনির্ভর ও কবিতার বই সংগ্রহ করতে দেখা গেছে।
মেলায় রাজধানীর বনশ্রী থেকে এসেছেন মাসুদ গাজী তার পরিবার নিয়ে। মেলায় প্রচণ্ড ভিড় থাকলেও সবাইকে বই কিনতে দেখে বেশ ভালো লাগছে। বইয়ের প্রতি বাঙালির এত ভালোবাসা বইমেলায় না এলে বোঝা যায় না। অনেকগুলো বই কিনেছেন তিনি।
গতকাল অন্যধারা প্রকাশনীর স্টলে গিয়ে দেখা যায়, সাদাত হোসেনের বই অনেক বেশি বিক্রি হচ্ছে। এ ছাড়া গত বছর প্রকাশিত ইলমা বেহরোজের ‘পদ্মজা’ বইটির বিক্রি বেশ ভালো। স্টলটিতে কয়েকজন তরুণ-তরুণীকে পদ্মজা বইটির দুই খণ্ড কিনতে দেখা যায়। বইটি সম্পর্কে তারা বলেন, খুব সহজেই এর কাহিনি সংক্ষেপের সঙ্গে যুক্ত হতে পেরেছি, তাই কিনছি। তা ছাড়া বইটির অনেক উক্তি ফেসবুকেও ভাইরাল হওয়ায় পড়ার প্রতি আগ্রহ বেড়েছে।
অনিন্দ্য প্রকাশ থেকে বেশি বিক্রি হচ্ছে রেদোয়ান মাসুদের উপন্যাস ‘অর্ধাঙ্গী’। মাহবুব-উল-আলম চৌধুরীর উপন্যাস ‘একজন স্বপ্নযাত্রী’, ড. মুকিদ চৌধুরীর কবিতার বই ‘অনাহূত অতিথি’ খান মুহাম্মদ রুমেলের ‘চোখের পল্লবে ঘুম নামে, সাদিয়া তাজবীর কবিতার বই ‘অপ্রেমের সন্ধি’, শাহনেওয়াজ চৌধুরীর শিশু-কিশোর সাহিত্য ‘অন্তু-জুয়েল বন্ধু হলো’ বিক্রি হচ্ছে। আদর্শ প্যাভিলিয়ন-২৬ এনেছে মাহবুব মোর্শেদের উপন্যাস ‘স্যাপিওসেক্সুয়াল’ মুরাদ কিবরিয়ার উপন্যাস ‘প্রেম প্রার্থনা মৃত্যু’ সালাহ উদ্দিন শুভ্রর ‘আজাদি’ বইটি। সৈকত সাহার গল্পের বই ‘অন্তর্জাল’। আহম্মদ ফয়েজের ‘সংবাদপত্রে জুলাই অভ্যুত্থান’ ফাহমিদুল হকের ‘জুলাই জাগরণের দিনলিপি’ বই দুটি ভাল চলছে।
আলী রীয়াজের ‘আমিই রাষ্ট্র’, মহিউদ্দিন আহমদের ‘তাজউদ্দীন নামে একজন প্রধানমন্ত্রী ছিলেন’, সম্পাদক সাজ্জাদ শরিফের ‘জুলাই গণঅভ্যুত্থানের সাক্ষ্য’, শিবব্রত বর্মণের ‘শোধ’, আব্দুল্যাহ আদিল মাহমুদের ‘জিরো দ্যা বায়োগ্রাফি অব আ ডেঞ্জারাস আইডিয়া’ বইগুলো পাঠকরা কিনছেন বেশি।
বইমেলায় শিশুচত্বরে ঝিঙেফুল প্রকাশনীর স্টলে ভিড় লেগেই থাকে। সেখানে নতুন এসেছে হাসান হাফিজের বই ‘গল্পগুলো রূপকথা’। প্রকাশক গিয়াস উদ্দিন খসরু জানালেন, এ বছর এটি নিয়ে অনেকগুলো নতুন বই এসেছে। ঝিঙেফুল ছোটদের বই যত্ন নিয়ে প্রকাশ করে। এই স্টলে ফররুখ শিশু সমগ্র, আলী ইমামের বিজ্ঞান সিরিজ ও আহমদ মতিউর রহমানের ‘আমাদের বারান্দায় এখন পাখি আসে’ বইগুলো ভালো চলছে। শিশু প্রাঙ্গণের আরো কিছু স্টলে দেখা গেল ছোটদের ভিড়।
অন্বেষা প্রকাশনের বিক্রয়কর্মী আরিফুল জানালেন, তাদের প্রকাশনী থেকে এ বছর ৫০টি বই মেলায় আসছে। বেশ কিছু বই এসে গেছে। বিক্রিও সন্তোষজনক।
তাম্রলিপি প্রকাশনীতে মেলা শুরুর দিন থেকেই কার্টুনিস্ট অন্তিক মাহমুদের বই ও কমিকস কিনতে ভিড় করছেন তরুণরা। গতকাল ওই স্টলে আসা একটি বেসরকারি স্কুলের শিক্ষার্থী জিনিয়া বলেন, অন্তিক মাহমুদের অ্যানিমেশনগুলো খুব বেশি ভালো লাগে। আলাদা একটা স্টাইলে কাজ করেন তিনি। তাই তার বই কিনতে আসা।
গতকাল বিকাল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘ঔপন্যাসিক রশীদ করীমের উপন্যাস ‘বীক্ষা : কয়েকটি প্রসঙ্গ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন হামীম কামরুল হক। আলোচনায় অংশগ্রহণ করেন অনিরুদ্ধ কাহালি এবং সাখাওয়াত টিপু। সভাপতিত্ব করেন সুব্রত বড়ুয়া।
আজ সকাল ৮টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে স্বরচিত কবিতা পাঠের আসর। সভাপতিত্ব করবেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ। বিকাল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে অমর একুশে বক্তৃতা ২০২৫। স্বাগত বক্তব্য দেবেন বাংলা একাডেমির মহাপরচিালক অধ্যাপক মোহাম্মদ আজম। অমর একুশে বক্তৃতা প্রদান করবেন অধ্যাপক আনু মুহাম্মদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।
আজ অমর একুশে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মেলা প্রাঙ্গণ জুড়ে গতকাল অমর একুশের আবহই ফুটে উঠেছিল। গতকাল মেলায় আগতদের অনেকেরই পোশাক-আশাক, সাজসজ্জায় সাদা-কালোয় একুশের বেদনার রং যেন মূর্ত হয়ে উঠেছিল।
কেউ কেউ একুশের বইমেলায় প্রচণ্ড ভিড় থাকবে বলে গতকাল পরিবার-পরিজন নিয়ে ঘুরে গেছেন। প্রাণের বইমেলা যে শেষ হয়ে আসছে। বইকে ঘিরেই তাই পাঠক, লেখক, প্রকাশক, স্টলের বিক্রয়কর্মীদের ব্যস্ততাও এখন চোখে পড়ার মতো। মেলায় প্রচণ্ড ভিড় ছিল। এদিকে পাঠকদের মধ্যেও বই কেনার হিড়িক পড়ে। পাঠকদের পছন্দসই বই দিতে বিক্রয়কর্মীদের অন্য কারো সঙ্গে কথা বলার ফুরসত মেলেনি।
একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আজ মেলার গেট খুলবে বিকাল ৩টার পরিবর্তে সকাল ৮টায়। থাকবে শিশুচত্বরে শিশু প্রহরের আয়োজন। বইমেলার ২০তম দিন বৃহস্পতিবার বাংলা একাডেমির তথ্যকেন্দ্রে নতুন বই জমা পড়ে ১১২টি। এ নিয়ে গত ২০ দিনে মোট জমা পড়ে এক হাজার ৯০৫টি বই।
বিভিন্ন স্টলের বিক্রয়কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, নিয়মিত লেখকদের বই বিক্রি হচ্ছে বেশি। তবে তরুণ লেখকদের বইয়ের পাঠকও নেহায়েত কম নয়। খ্যাতনামাদের পাশাপাশি এবারও প্রচুর তরুণ লেখকের বই প্রকাশ করেছে বিভিন্ন প্রকাশনী। অনেক বইয়ের ভিড়ে সত্যিকারের বইপ্রেমী পাঠকদের খুঁজে খুঁজে মেলা থেকে ভালো লেখকদের গবেষণা গ্রন্থ ও উপন্যাস, গল্প, প্রবন্ধনির্ভর ও কবিতার বই সংগ্রহ করতে দেখা গেছে।
মেলায় রাজধানীর বনশ্রী থেকে এসেছেন মাসুদ গাজী তার পরিবার নিয়ে। মেলায় প্রচণ্ড ভিড় থাকলেও সবাইকে বই কিনতে দেখে বেশ ভালো লাগছে। বইয়ের প্রতি বাঙালির এত ভালোবাসা বইমেলায় না এলে বোঝা যায় না। অনেকগুলো বই কিনেছেন তিনি।
গতকাল অন্যধারা প্রকাশনীর স্টলে গিয়ে দেখা যায়, সাদাত হোসেনের বই অনেক বেশি বিক্রি হচ্ছে। এ ছাড়া গত বছর প্রকাশিত ইলমা বেহরোজের ‘পদ্মজা’ বইটির বিক্রি বেশ ভালো। স্টলটিতে কয়েকজন তরুণ-তরুণীকে পদ্মজা বইটির দুই খণ্ড কিনতে দেখা যায়। বইটি সম্পর্কে তারা বলেন, খুব সহজেই এর কাহিনি সংক্ষেপের সঙ্গে যুক্ত হতে পেরেছি, তাই কিনছি। তা ছাড়া বইটির অনেক উক্তি ফেসবুকেও ভাইরাল হওয়ায় পড়ার প্রতি আগ্রহ বেড়েছে।
অনিন্দ্য প্রকাশ থেকে বেশি বিক্রি হচ্ছে রেদোয়ান মাসুদের উপন্যাস ‘অর্ধাঙ্গী’। মাহবুব-উল-আলম চৌধুরীর উপন্যাস ‘একজন স্বপ্নযাত্রী’, ড. মুকিদ চৌধুরীর কবিতার বই ‘অনাহূত অতিথি’ খান মুহাম্মদ রুমেলের ‘চোখের পল্লবে ঘুম নামে, সাদিয়া তাজবীর কবিতার বই ‘অপ্রেমের সন্ধি’, শাহনেওয়াজ চৌধুরীর শিশু-কিশোর সাহিত্য ‘অন্তু-জুয়েল বন্ধু হলো’ বিক্রি হচ্ছে। আদর্শ প্যাভিলিয়ন-২৬ এনেছে মাহবুব মোর্শেদের উপন্যাস ‘স্যাপিওসেক্সুয়াল’ মুরাদ কিবরিয়ার উপন্যাস ‘প্রেম প্রার্থনা মৃত্যু’ সালাহ উদ্দিন শুভ্রর ‘আজাদি’ বইটি। সৈকত সাহার গল্পের বই ‘অন্তর্জাল’। আহম্মদ ফয়েজের ‘সংবাদপত্রে জুলাই অভ্যুত্থান’ ফাহমিদুল হকের ‘জুলাই জাগরণের দিনলিপি’ বই দুটি ভাল চলছে।
আলী রীয়াজের ‘আমিই রাষ্ট্র’, মহিউদ্দিন আহমদের ‘তাজউদ্দীন নামে একজন প্রধানমন্ত্রী ছিলেন’, সম্পাদক সাজ্জাদ শরিফের ‘জুলাই গণঅভ্যুত্থানের সাক্ষ্য’, শিবব্রত বর্মণের ‘শোধ’, আব্দুল্যাহ আদিল মাহমুদের ‘জিরো দ্যা বায়োগ্রাফি অব আ ডেঞ্জারাস আইডিয়া’ বইগুলো পাঠকরা কিনছেন বেশি।
বইমেলায় শিশুচত্বরে ঝিঙেফুল প্রকাশনীর স্টলে ভিড় লেগেই থাকে। সেখানে নতুন এসেছে হাসান হাফিজের বই ‘গল্পগুলো রূপকথা’। প্রকাশক গিয়াস উদ্দিন খসরু জানালেন, এ বছর এটি নিয়ে অনেকগুলো নতুন বই এসেছে। ঝিঙেফুল ছোটদের বই যত্ন নিয়ে প্রকাশ করে। এই স্টলে ফররুখ শিশু সমগ্র, আলী ইমামের বিজ্ঞান সিরিজ ও আহমদ মতিউর রহমানের ‘আমাদের বারান্দায় এখন পাখি আসে’ বইগুলো ভালো চলছে। শিশু প্রাঙ্গণের আরো কিছু স্টলে দেখা গেল ছোটদের ভিড়।
অন্বেষা প্রকাশনের বিক্রয়কর্মী আরিফুল জানালেন, তাদের প্রকাশনী থেকে এ বছর ৫০টি বই মেলায় আসছে। বেশ কিছু বই এসে গেছে। বিক্রিও সন্তোষজনক।
তাম্রলিপি প্রকাশনীতে মেলা শুরুর দিন থেকেই কার্টুনিস্ট অন্তিক মাহমুদের বই ও কমিকস কিনতে ভিড় করছেন তরুণরা। গতকাল ওই স্টলে আসা একটি বেসরকারি স্কুলের শিক্ষার্থী জিনিয়া বলেন, অন্তিক মাহমুদের অ্যানিমেশনগুলো খুব বেশি ভালো লাগে। আলাদা একটা স্টাইলে কাজ করেন তিনি। তাই তার বই কিনতে আসা।
গতকাল বিকাল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘ঔপন্যাসিক রশীদ করীমের উপন্যাস ‘বীক্ষা : কয়েকটি প্রসঙ্গ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন হামীম কামরুল হক। আলোচনায় অংশগ্রহণ করেন অনিরুদ্ধ কাহালি এবং সাখাওয়াত টিপু। সভাপতিত্ব করেন সুব্রত বড়ুয়া।
আজ সকাল ৮টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে স্বরচিত কবিতা পাঠের আসর। সভাপতিত্ব করবেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ। বিকাল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে অমর একুশে বক্তৃতা ২০২৫। স্বাগত বক্তব্য দেবেন বাংলা একাডেমির মহাপরচিালক অধ্যাপক মোহাম্মদ আজম। অমর একুশে বক্তৃতা প্রদান করবেন অধ্যাপক আনু মুহাম্মদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইতিহাস বিভাগের শিক্ষার্থী রিয়াদ হাসানের সামাজিক যোগাযোগমাধ্যমে বোরকা ও পর্দাশীল নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ উঠেছে। এই মন্তব্যের নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা।
২৮ মিনিট আগেসমাবেশে জোবায়েদের সহপাঠী সজল খান বলেন, “পুলিশ এখনো বর্ষার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করেনি। শুধু বর্ষা ও মাহির নয়, এই ঘটনায় বর্ষার পরিবারও জড়িত। গতকাল আদালতে আমাদের সঙ্গে পুলিশের আচরণ ছিল অমানবিক। আমাদের এক বান্ধবী ভিডিও করতে গেলে তার ফোন কেড়ে নেওয়া হয়। আমরা পুলিশের এই আচরণের তীব্র নিন্দা জানাই।”
৪০ মিনিট আগেসামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে সাইবার সুরক্ষা অধ্যাদেশ আইনের মামলায় বুয়েটের ২১তম ব্যাচের শিক্ষার্থী শ্রীশান্ত রায়কে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে মামলার তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে জামিনের বিষয়ে অধিকতর শুনানির জন্য আগামীকাল বৃহস্পতিবার দিন ধার্য করেন বিচার
১ ঘণ্টা আগেরাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচিতদের গেজেট প্রকাশ করা হবে আজ। আগামী ২৬ অক্টোবর শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। রাকসু ও সিনেট প্রতিনিধিদের শপথ বাক্য পড়াবেন রাকুস সভাপতি
২ ঘণ্টা আগে