আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পোশাকে বিজয়ের আনন্দ

আমার জীবন ডেস্ক
পোশাকে বিজয়ের আনন্দ

মহান বিজয় দিবস পালনে নতুন সাজে সেজে ওঠে বাংলাদেশ। সারা দেশ ছেয়ে যায় লাল-সবুজ পতাকায়। পোশাকেও ফুটে ওঠে বিজয়ের উচ্ছ্বাস আর আনন্দ। বিজয়ের পোশাক মানেই লাল-সবুজের ছোঁয়া।

মহান বিজয় দিবসকে কেন্দ্র করে প্রতিবারের মতো এবারও বিজয়ের পোশাক নিয়ে বিশেষ আয়োজন করেছে ফ্যাশন হাউসগুলো।

বিজ্ঞাপন

দেশপ্রেমের ভাবনা নিয়ে বিজয় দিবসে বিজয়ের পোশাকে নিজেকে সাজাতে চান সবাই। এই দুটি রঙকেই মুখ্য করে আরো রঙের সংমিশ্রণে তৈরি হয় বিজয়ের পোশাক। বাংলাদেশে বাঙালিদের সময়োপযোগী ফ্যাশনে অভ্যস্ত করেছে ফ্যাশন হাউসগুলো।

পোশাকে বিজয় দিবস মানেই লাল-সবুজ রঙের প্রাধান্য। সেখানে বাংলাদেশের পতাকা ও মুক্তিযুদ্ধের চেতনাকে তুলে ধরা হয় বিভিন্ন নকশা, প্রতীক ও দেশীয় মোটিফের মাধ্যমে ফ্যাশন হাউসগুলো প্রতি বছর বিশেষ সংগ্রহে নিয়ে আসে। দেশীয় ফ্যাশন হাউসগুলোর বিজয় দিবসের জন্য পোশাকে দেশপ্রেম ও অর্জনের গল্প তুলে ধরা হয়। মূলত দেশপ্রেম ও বিজয়ের আনন্দ প্রকাশ করাই এর মূল উদ্দেশ্য।

বাংলাদেশের গৌরবময় ইতিহাসের বিভিন্ন অধ্যায় ও কথা, কবিতা উঠে আসে সেসব পোশাকে। যা পরে বাংলাদেশিরা দেশের প্রতি নিজেদের ভালোবাসা তুলে ধরেন।

নকশায় বাংলাদেশের মানচিত্র, পতাকার গ্রাফিক্যাল রূপ, ঐতিহাসিক মুহূর্তের ছবি, টাইপোগ্রাফি (যেমন- বিজয় দিবস, মুক্তি) এবং দেশীয় ঐতিহ্যবাহী নকশা ও মোটিফ ব্যবহার করা হয়।

মূলত বিজয় দিবসের আনন্দকে পোশাকে ফুটিয়ে তোলা, দেশ ও বিজয়ের প্রতি ভালোবাসা প্রকাশ করা এবং উৎসবের আমেজ তৈরি করা। সহজ কথায়, পোশাকে বিজয় মানেই লাল-সবুজ, দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনার প্রতিফলন, যা ফ্যাশনের মাধ্যমে উদযাপন করা হয়।

লাল-সবুজ রঙের মিশেলে দেশের জন্য ভাবনাকে ফুটিয়ে তুলতে পারা যায় অনায়াসে। পোশাকের নকশা, কাট, ডিজাইন যেমনই হোক, লাল-সবুজ মানেই একটি চেতনা। সব পরিচয় ছাপিয়ে যেখানে বড় হয়ে ওঠে নিজেদের বাংলাদেশি পরিচয়টাই। পোশাকের সবুজ পটে লাল টকটকে রঙের উপস্থাপনে দেশের জন্য মনপ্রাণ উজাড় করা ভালোবাসাই ফুটে ওঠে। পোশাকের সঙ্গে থাকে লাল-সবুজ অনুষঙ্গও।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন