আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

এনআইডি সংশোধনে হয়রানি কমবে: ইসি সচিব

স্টাফ রিপোর্টার

এনআইডি সংশোধনে হয়রানি কমবে: ইসি সচিব

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনে অনেক বিষয় জড়িত থাকে। এটা নিয়ে যে হয়রানি, তা আর থাকবে না বলে জানান নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। বুধবার সকালে ইসিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

ইসি সচিব বলেন, ভুল কম করে এনআইডি সংশোধনের আবেদন শূন্যভাগে নামিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।

তিনি জানান, ১ জানুয়ারি ২০২৫ থেকে ৩ লাখ ৭৮ হাজার সংশোধন আবেদন ছিল। আগে গড়ে সংশোধন আবেদন ছিল লাখের ওপরে। এখন আবেদনের সংখ্যা ৮০ হাজারের কাছাকাছি। এখন আবেদন সংখ্যা ২০ হাজার কমেছে। সামনের তিন মাসে তা আরো কমবে—এমনটাই প্রত্যাশা করেন আখতার আহমেদ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন