সরকারের ৭ বিভাগের সঙ্গে ইসির বৈঠক আগামী বুধবার

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ১৭: ৪৯

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনের সঙ্গে সমন্বয় করতে সরকারের সাত বিভাগের সঙ্গে আগামী বুধবার (২২ অক্টোবর) বৈঠকে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ইসির উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে এসব তথ্য জানা যায়।

চিঠিতে বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচনে ‘মাঠ প্রশাসনের সাথে সমন্বয়’ সংক্রান্ত গঠিত কমিটির সভা আগামী বুধবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় নির্বাচন কমিশনার জনাব মো. আনোয়ারুল ইসলাম সরকার মহোদয়ের সভাপতিত্বে নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে (কক্ষ নম্বর: ৪১৩) অনুষ্ঠিত হবে।

সভায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষে উপস্থিত থাকবেন যুগ্ম-সচিব রহিমা আক্তার, মন্ত্রীপরিষদ বিভাগ থেকে থাকবেন যুগ্ম-সচিব মুহাম্মদ মনিরুল ইসলাম, স্থানীয় সরকারের যুগ্ম-সচিব খোন্দকার মো. নাজমুল হুদা শামিম, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ইসরাত জাহান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্ম-সচিব বদরুল হাসান লিটন, আইন মন্ত্রণালয়ের উপ-সচিব এ এফ এম গোলজার রহমান এবং বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. জবদুল ইসলাম।

ইসি জানায়, নির্বাচনের সময় মাঠ প্রশাসনের সঙ্গে সুষ্ঠুভাবে সমন্বয় করার জন্য এই সভার আয়োজন করা হয়েছে। আর এখানে যারা অংশ নেবেন সবাই সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত