দুর্যোগে আগাম সতর্কবার্তায় বিশেষ ব্যবস্থার রাখার আহ্বান জানিয়েছে নারী ও প্রতিবন্ধী জনগোষ্ঠী। এ ছাড়াও দুর্যোগ প্রস্তুতি ও ঝুঁকি হ্রাসের পরিকল্পনা তৈরি করার সময় প্রতিবন্ধী ও নারীদের সরাসরি অন্তর্ভুক্ত করা দরকার বলেও জানানো হয়েছে।
বুধবার গুলশানে একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত এক কর্মশালায় এই আহ্বান জানান তারা। কর্মশালার উদ্ধোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কারিতাস বাংলাদেশের (ডিরেক্টর অব প্রোগ্রাম) অপূর্ব মুরং। অনুষ্ঠানের বক্তব্য রাখেন প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ডেপুটি সেক্রেটারি ফারুকি আহমেদ।
কর্মশালায় দুর্যোগের সময় আগাম সতর্কবার্তা পাওয়ার সুবিধা থেকে বঞ্চিত হওয়া খুলনা ও সাতক্ষীরা জেলার প্রতিবন্ধী জনগোষ্ঠীদের নিয়ে করা ২০২৪ সালের ২৩ ডিসেম্বর থেকে করা ফেব্রুয়ারি ২০২৫ সালের করা একটি গবেষণা উপস্থাপন করেন প্রধান কনসালটেন্ট এ এম নাসির উদ্দিন।
কর্মশালায় প্রতিবন্ধী ও নারীদের জন্য তৈরি করা আগাম সতর্কবার্তা ও প্রস্তুতি বিষয়ক আলোচনায় বক্তারা বলেন, সাধারণ যোগাযোগ মাধ্যমের পাশাপাশি, তাদের কাছে পৌঁছানোর জন্য বিশেষ ব্যবস্থা নিতে হবে, যেমন স্থানীয় স্বেচ্ছাসেবকদের মাধ্যমে বা তাদের পছন্দের ভাষায় সতর্কবার্তা পৌঁছে দেওয়া। এসময় গর্ভবতী নারী, কিশোরী এবং সন্তান ধারণে সক্ষম নারীদের জন্য আলাদা ব্যবস্থা রাখতে হবে, যেমন বিশেষ টয়লেট, স্বাস্থ্যসেবা সামগ্রী সরবরাহ করা। দুর্যোগের সময় এই গোষ্ঠীগুলোর জন্য ত্রাণ বিতরণের ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা নিতে হবে, যেমন আলাদা লাইন বা বিশেষ সহায়তা প্রদানের ব্যবস্থা করা। জাতীয় ও স্থানীয় পর্যায়ে দুর্যোগ ঝুঁকি হ্রাসের নীতিমালা প্রণয়নের সময় লিঙ্গভিত্তিক সমতা ও প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করতে হবে। দুর্যোগ আশ্রয়কেন্দ্রগুলোতে তাদের প্রয়োজন অনুযায়ী বিশেষ ব্যবস্থা নিশ্চিত করতে হবে, যেমন প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলের উপযোগী র্যাম্প এবং নারীদের জন্য নিরাপদ ও পৃথক টয়লেটের ব্যবস্থা।
কর্মশালার শেষ অংশে মুক্ত আলোচনায় অংশ নেন- বাংলাদেশ মেটরলজিক্যাল ডিপার্টেমেন্টের ডা. বজলুর রশীদ, ডিসিএফের নাসরিন জাহান, সিবিএমজির আব্দুল্লাহ আল মামুন, একসেস বাংলাদেশ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এলবার্ট মোল্লা।
মুক্ত আলোচনায় ‘দুর্যোগে বাস্তব সম্মত পদক্ষেপ ও উন্নয়ন বিষয়ে’ জোর দেয়া হয়। সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে সমাপনী বক্তব্য দেন নবলোক পরিষদের নির্বাহী পরিচালক কাজী রাজিব ইকবাল।

