‘ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে শিগগিরই অভিযান শুরু হবে’

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ১০: ০৫
আপডেট : ১৬ জুলাই ২০২৫, ১১: ৫৬

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ বলেছেন, ফিটনেসবিহীন গাড়ি রেখে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব নয়, এসবের বিরুদ্ধে শিগগিরই অভিযান শুরু হবে।

বিজ্ঞাপন

বুধবার সকালে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে ‘জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে লিফলেট বিতরণে অংশ নিয়ে তিনি এ কথা জানান।

বিআরটিএ চেয়ারম্যান বলেন, মেয়াদোত্তীর্ণ গাড়ির বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ছাড়াও, সড়কে শৃঙ্খলা এবং নিরাপত্তা ফিরিয়ে আনতে কঠোর পদক্ষেপ নেয়া হচ্ছে। আর এটি একার পক্ষে সম্ভব নয়—সংশ্লিষ্ট সবাইকে এক হয়ে এই কার্যক্রম এগিয়ে নিয়ে যেতে হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত