ভারত থেকে ১০ হাজার টন চালবাহী জাহাজ চট্টগ্রাম পৌঁছেছে

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৫, ১৬: ৩৮

ভারত  থেকে  ১০ হাজার টন সিদ্ধ  চাল নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

মঙ্গলবার খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ইমদাদ ইসলাম স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞাপন

এতে উল্লেখ করা হয় ২ মার্চ ২০২৫ তারিখে সম্পাদিত চুক্তির আওতায় (প্যাকেজ-৮) আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এ চাল আনা হয়েছে।

উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় ভারত থেকে মোট ৫ লাখ মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত হয়েছে। এরমধ্যে ৯টি প্যাকেজে মোট ৪ লাখ ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির চুক্তি হয়েছে। ইতোমধ্যে চুক্তি মোতাবেক  ৩ লাখ ৫৩ হাজার ৭১৯  মেট্রিক টন চাল দেশে পৌঁছেছে।

জাহাজে  রক্ষিত চালের  নমুনা পরীক্ষা  শেষ হয়েছে এবং চাল  খালাসের  কার্যক্রম দ্রুত  শুরু হবে। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এমএস

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত