আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কর্মসূচি স্থগিত, সচিবালয়ের সংকট নিরসনে কমিটি গঠন

স্টাফ রিপোর্টার
কর্মসূচি স্থগিত, সচিবালয়ের সংকট নিরসনে কমিটি গঠন

সরকারের আশ্বাসে জুলাই মঞ্চ এবং বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম উভয়পক্ষের চলমান আন্দোলন স্থগিত করা হয়েছে।

বিজ্ঞাপন

সাত দিনের মধ্যে ফ্যাসিবাদের দোসর আমলাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার এমন আশ্বাসে আন্দোলন স্থগিত করেছে জুলাই মঞ্চ। দুপুর দেড়টার দিকে সচিবালয় থেকে বের হয়ে প্রেস ব্রিফিং করে জুলাই আন্দোলন মঞ্চের মুখপাত্র সাকিব হোসেন, সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এবং স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে আমাদের ফলপ্রসু আলোচনা হয়েছে। তাদের কাছে ফ্যাসিবাদের দোসর আমলাদের একটি তালিকা দিয়েছি।

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ আমাদের বলেছেন, তোমাদের তালিকা আর আমরা একটা তালিকা প্রণয়ন করেছি। দুইটা তালিকা মিলে গেছে। এ বিষয়ে একসপ্তাহের মধ্যে জুলাই মঞ্চের নেতাদের সঙ্গে বসে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে বলে আমাদের আশ্বস্ত করেছেন। তাই আমাদের চলমান আন্দোলন স্থগিত করা হলো।

জুলাই মঞ্চের আহ্বায়ক আরিফুল ইসলাম তালুকদার বলেন, আগামী ৭ দিনের মধ্যে এ বিষয়ে কোনো ব্যবস্থা না নেওয়া হলে আবারো কর্মসূচি ঘোষণা করা হলো। তিনি বলেন, সচিবালয়ের কর্মসূচি স্থগিত করা হলেও অন্যান্য প্রতিষ্ঠানে ফ্যাসিবাদের দোসর আমলাদের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে।

এদিকে সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ের কর্মচারীরা আজ মঙ্গলবারও সচিবালয়ের ভেতরে বিক্ষোভ কর্মসূচি পালন করলেও পরে তা স্থগিত করেছেন। সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের চলমান সংকট নিরসনে ৮ সদস্যের সচিব কমিটি গঠন করা হয়েছে। ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদকে কমিটির প্রধান করা হয়েছে। এই কমিটি বিক্ষোভরত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বসবে।

মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই কমিটি গঠন করা হয়েছে। এ তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের কো চেয়ারম্যান বাদিউল কবির।

তিনি জানান, সচিব কমিটি আমাদের সঙ্গে বসবেন বলে জানিয়েছেন। তবে বৈঠক কখন হবে সেটি জানা যায়নি।

কর্মচারীদের অন্য নেতা নজরুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন, আমাদের দাবি পর্যালোচনার আশ্বাস দেয়া হয়েছে। এ বিষয়ে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদের সঙ্গে আমাদের বৈঠক হবে। বৈঠক শেষে আমরা পরবর্তী সিদ্ধান্ত জানিয়ে দিবো।

‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ অধ্যাদেশকে ‘নিবর্তনমূলক ও কালাকানুন’ আখ্যায়িত করে তা প্রত্যাহারের দাবিতে আন্দোলন করে আসছিল সচিবালয়ের কর্মচারীরা।

এর আগে পুলিশের ১৪৪ ধারা উপেক্ষা করে সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে প্রতিবাদ করছিল জুলাই মঞ্চ। সচিবালয় ও এনবিআরের কর্মকর্তা-কর্মচারীদের চলমান আন্দোলনে অংশগ্রহণকারীদের ফ্যাসিবাদের দোসর উল্লেখ করে তাদের উৎখাতের দাবিতে গতকাল সোমবার রাত থেকে তারা সচিবালয়ের সামনে ওসমানী মিলনায়তনের পাশে অবস্থান নেয় জুলাই মঞ্চ।

বেলা ১১টার দিকে পুলিশ অবস্থান কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ করলে তারা অনড় থাকার অঙ্গীকার করেন।

পরে দুপুর ১২টা ১০ মিনিটের দিকে পুলিশ পাহারায় সচিবালয়ের ভেতরে প্রবেশ করে জুলাই মঞ্চের ৪ সদস্যের প্রতিনিধিদল। দুপুর দেড়টার দিকে সচিবালয় থেকে বেরিয়ে প্রেসব্রিফিং করে আন্দোলন স্থগিত করেন জুলাই মঞ্চের নেতারা।

জুলাই মঞ্চের মুখপাত্র জানান, সাত দিনের মধ্যে অর্থ উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টা জুলাই মঞ্চের সঙ্গে আলোচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

এদিকে বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য পরিষদের নেতা ও সাবেক সচিব এবিএম আব্দুস সাত্তার সাংবাদিকদের বলেন, ৩৩৪ জনের একটি তালিকা সরকারকে দিয়েছি কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি। ফলে সচিবালয়ে নানা গ্রুপে বিভক্ত হয়ে কর্মচারীরা অস্থিরতা তৈরি করছে।

জুলাই মঞ্চের আহ্বায়ক আরিফুল ইসলাম তালুকদার বলেন, ফ্যাসিবাদী আমলারা বাংলাদেশকে অচল করার নীলনকশায় মেতে উঠেছে। নতুন করে ফ্যাসিবাদকে নিয়ে আসার জন্য তারা নীলনকশা অঙ্কন করেছে। জুলাইয়ের একটা যোদ্ধা জীবিত থাকতে তাদের এই নীলনকশা বাস্তবায়ন করতে দিবে না।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

রায়েরবাজারে দাফন করা অজ্ঞাত ১৮২ শহীদের লাশ উত্তোলন শুরু রোববার

‌নির্বাচনের প্রক্রিয়া যেন ব্যাহত না হয়, সে জন্য কাজ করছে বিএন‌পি: আলাল

যৌথবাহিনীর হাতে আটক বহিষ্কৃত যুবদল নেতার কারাগারে মৃত্যু

টিসিবির মাধ্যমে চিনি বিক্রি চলমান থাকবে: শিল্প উপদেষ্টা

স্বৈরাচার দেশে জুলুমতন্ত্র কায়েম করে সবকিছু লুটেপুটে নিয়েছে: জাহিদুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন