আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পদোন্নতি পেলেন হাসিনার আমলে বঞ্চিত ৭৬৪ ক্যাডার কর্মকর্তা

বিশেষ প্রতিনিধি

পদোন্নতি পেলেন হাসিনার আমলে বঞ্চিত ৭৬৪ ক্যাডার কর্মকর্তা

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে অবসরে যাওয়া জনপ্রশাসনের বিভিন্ন পর্যায়ের ৭৬৪ জন কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়েছে সরকার।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। পদোন্নতি প্রাপ্তদের মধ্যে ১১৯ জন সচিব পদে পদোন্নতি পেয়েছেন।

বিজ্ঞাপন

এ ছাড়াও গ্রেড-১ (সচিবের সমান বেতন গ্রেড) পদে ৪১ জন, অতিরিক্ত সচিব পদে ৫২৮ জন, যুগ্ম সচিব পদে ৭২ জন ও উপসচিব পদে চারজন ভূতাপেক্ষ পদোন্নতি পেয়েছেন।

শেখ হাসিনার সরকার এসব কর্মকর্তাকে পদোন্নতি থেকে বঞ্চিত করেছিল। তাদের আবেদনের প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার একটি কমিটি করে দিয়েছিল। ওই কমিটির সুপারিশের ভিত্তিতে জনপ্রশাসন মন্ত্রণালয় এ প্রজ্ঞাপন জারি করে।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...