পদোন্নতি পেলেন হাসিনার আমলে বঞ্চিত ৭৬৪ ক্যাডার কর্মকর্তা

বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২০: ২৫
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২০: ৩৪

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে অবসরে যাওয়া জনপ্রশাসনের বিভিন্ন পর্যায়ের ৭৬৪ জন কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়েছে সরকার।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। পদোন্নতি প্রাপ্তদের মধ্যে ১১৯ জন সচিব পদে পদোন্নতি পেয়েছেন।

বিজ্ঞাপন

এ ছাড়াও গ্রেড-১ (সচিবের সমান বেতন গ্রেড) পদে ৪১ জন, অতিরিক্ত সচিব পদে ৫২৮ জন, যুগ্ম সচিব পদে ৭২ জন ও উপসচিব পদে চারজন ভূতাপেক্ষ পদোন্নতি পেয়েছেন।

শেখ হাসিনার সরকার এসব কর্মকর্তাকে পদোন্নতি থেকে বঞ্চিত করেছিল। তাদের আবেদনের প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার একটি কমিটি করে দিয়েছিল। ওই কমিটির সুপারিশের ভিত্তিতে জনপ্রশাসন মন্ত্রণালয় এ প্রজ্ঞাপন জারি করে।

এমএস

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত