আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

খালেদা জিয়ার সুস্থতা কামনায় যুবদলের দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার

খালেদা জিয়ার সুস্থতা কামনায় যুবদলের দোয়া মাহফিল

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে জাতীয়তাবাদী যুবদল।

রোববার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

মাহফিলে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এতে যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নসহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগর যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে আবদুল মোনায়েম মুন্না বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। দীর্ঘ সময় স্বৈরাচার, ফ্যাসিবাদ ও গণতন্ত্রবিরোধী শক্তির বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন তিনি। দেশের মানুষের ভোটাধিকার ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে তাঁর অবদান অনস্বীকার্য।

তিনি আরও বলেন, বর্তমানে তিনি গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। এ পরিস্থিতি দেশের গণতন্ত্রকামী মানুষের জন্য অত্যন্ত বেদনাদায়ক। আমরা তাঁর দীর্ঘ রাজনৈতিক ত্যাগ স্মরণ করছি এবং আল্লাহর কাছে তাঁর দ্রুত সুস্থতা কামনা করছি।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...