আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পুরস্কার বিতরণে ধর্ম উপদেষ্টা

ইমাম-মোয়াজ্জিনদের স্বাবলম্বী করার উদ্যোগ নেবে সরকার

স্টাফ রিপোর্টার

ইমাম-মোয়াজ্জিনদের স্বাবলম্বী করার উদ্যোগ নেবে সরকার

সরকার ইমাম-মোয়াজ্জিনদের স্বাবলম্বী করতে উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। এজন্য মসজিদ ব্যবস্থাপনায় নীতিমালা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ইমাম-মোয়াজ্জিনদের বেতনের ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি তাদের ব্যবসায় উৎসাহ দেওয়া হচ্ছে।

গতকাল রোববার বিকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় হিফজুল কোরআন ও সিরাত প্রতিযোগিতা এবং প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের জাতীয় সম্মেলন উপলক্ষে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

ধর্ম উপদেষ্টা বলেন, ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠার (২০০১) পর থেকে ২০২৫ সাল পর্যন্ত ৬৩ হাজার ১৯৭ ইমাম ও মুয়াজ্জিনের মধ্যে সুদমুক্ত ক্ষুদ্রঋণ ও অনুদান হিসেবে ৩৭ কোটি ৯২ লাখ ৭৩ হাজার টাকা বিতরণ করা হয়েছে। এর মধ্যে ১৭ কোটি টাকা উদ্যোক্তাদের ঋণ এবং ২০ কোটি ৯১ লাখ টাকা অফেরতযোগ্য এককালীন অনুদান দেওয়া হয়েছে। ২০২৪-২৫ সালে বিতরণ করা হয়েছে ৪ কোটি ১১ লাখ টাকা।

সরকারি, স্বায়ত্তশাসিত, আধাসরকারি, ইমাম ও খতিবদের বেতন যাতে ২০১৫ সালের পে-স্কেল অনুযায়ী দেওয়া হয়, সেজন্য অর্থ মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে বলে জানান ধর্ম উপদেষ্টা। তিনি বলেন, ওয়াক্‌ফে যে মসজিদগুলো আছে সেগুলোতেও ২০১৫ সালের পে-স্কেল অনুযায়ী বেতন দেওয়া হবে।

সুন্দর হজ ব্যবস্থাপনার জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ধর্ম মন্ত্রণালয়কে অভিনন্দন জানিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, আগামী বছর থেকে হজের সহযোগী যারা যাবেন ধর্ম মন্ত্রণালয় থেকে তাদের ফ্যাসিলিটিস কমিয়ে দেওয়ার চিন্তাভাবনা করছি। তাদের চিকিৎসা খাওয়া-দাওয়া পরিবহন ফ্রি আমরা দেবো তবে কোনো অ্যালায়েন্স আমরা দেব না।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ধর্ম সচিব একেএম আফতাব হোসেন প্রামাণিক। সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) আবদুস ছালাম খান।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর ড. খলিলুর রহমান মাদানী, মাওলানা সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী ও মাওলানা শাহ নেছারুল হক। স্বাগত বক্তব্য দেন সমন্বয় বিভাগের পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল মালেক।

সম্মেলনে হিফজুল কোরআন ও সিরাত প্রতিযোগিতার জাতীয় পর্যায়ের বিজয়ী তিন গ্রুপের ৯ জন করে প্রতিযোগী এবং প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের মধ্যে জাতীয় পর্যায়ে তিনজন শ্রেষ্ঠ ইমাম, বিভাগীয় পর্যায়ে ২৪ জন, জেলা পর্যায়ে ১৯২ জন ইমাম এবং ৬৪ জন শ্রেষ্ঠ খামারি ইমামকে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদ দেওয়া হয়। হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম পুরস্কার ২ লাখ টাকা, দ্বিতীয় দেড় লাখ, তৃতীয় এক লাখ টাকা এবং সিরাত প্রতিযোগিতার প্রথম পুরস্কার ৫০ হাজার, দ্বিতীয় ৪৫ হাজার এবং তৃতীয় ৪০ হাজার টাকার চেক দেওয়া হয়। এছাড়া শ্রেষ্ঠ ইমাম ও খামারি ইমামদের ক্ষেত্রেও যথা নিয়মে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...