বুয়েটের সঙ্গে চুক্তি সই

পিএসসির পরীক্ষা ব্যবস্থাপনা পদ্ধতি অটোমেশন হচ্ছে

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ১৯: ৩১

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন-পিএসসির পরীক্ষা ব্যবস্থাপনা আধুনিকায়নের লক্ষ্যে একটি সফটওয়্যার নির্মাণের কার্যক্রম চলছে। কমিশন সচিবালয়ের ৭টি আঞ্চলিক কার্যালয় প্রতিষ্ঠাসহ সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় এই কার্যক্রম হাতে নিয়েছে পিএসসি। এজন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ এবং ব্যুরো অব রিসার্চ টেস্টিং এন্ড কনসালটেশনের (বিআরটিসি) সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বিজ্ঞাপন

রোববার এই চুক্তিতে পিএসসি সচিবালয়ের পক্ষে প্রকল্প পরিচালক নাসির উদ্দিন আহম্মেদ এবং বুয়েটের পক্ষে অধ্যাপক ড. মো. আব্দুল জলিল স্বাক্ষর করেন। এই চুক্তি স্বাক্ষরের পর থেকে বুয়েট আগামী ১৮ মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ সফটওয়্যার সিস্টেম ডেভেলপ করবে। এর মাধ্যমে বিপিএসসিতে আবেদন প্রক্রিয়া নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে সম্পন্ন হবে।

পিএসসি জানায়, সফটওয়্যারটি একটি বিসিএসের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপে ব্যবহৃত হবে। ধাপসমূহ হচ্ছে- পত্রিকায় ও ওয়েবসাইটে বিসিএস এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ/প্রচারের পর আবেদনপত্র গ্রহণ, আবেদনপত্র বাছাই, আবেদনপত্র প্রক্রিয়াকরণ, পরীক্ষার ফি আদায়, প্রবেশ পত্র প্রদান, প্রিলিমিনারি টেস্ট ও লিখিত পরীক্ষার হল ও আসন ব্যবস্থাপনা, প্রশ্নকারক/মডারেটর ব্যবস্থাপনা, প্রশ্নপত্র প্রণয়ন, প্রশ্নপত্র মুদ্রণ ও ওএমআর সিট কেন্দ্রে এবং হলে বিতরণ ব্যবস্থাপনা, ফলাফল প্রক্রিয়াকরণ, মৌখিক পরীক্ষার বোর্ড বণ্টন ও নম্বর প্রদান ব্যবস্থাপনা এবং চূড়ান্ত ফলাফল প্রক্রিয়াকরণ ইত্যাদি পুরো কাজটি সফটওয়্যার সলিউশন এর মাধ্যমে করা হবে। এতে করে প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত এবং পরীক্ষা কার্যক্রম গতিশীল ও ত্বরান্বিত হবে। প্রার্থীর সময়, খরচ ও ভিজিট (টিসিভি) কমবে। এই চুক্তি স্বাক্ষরের সময় পিএসসি চেয়ারম্যান, অন্যান্য সদস্য, কমিশন সচিব, সিস্টেম এনালিস্ট ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত