অন্যায়ভাবে গ্রেপ্তার ও রিমান্ডের অপব্যবহার থেকে সুরক্ষা দেবে সংস্কার

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ২৩: ২০

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বিচার বিভাগ সংস্কারের যে উদ্যোগ নেওয়া হয়েছে তা অন্যায়ভাবে গ্রেপ্তার ও রিমান্ডের অপব্যবহার থেকে সুরক্ষা দেবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর। বৃহস্পতিবার রাতে অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। পোস্টটি হুবহু তুলে ধরা হলো-

সমস্যা: দীর্ঘদিন ধরে ফৌজদারি মামলায় গ্রেফতার ও রিমান্ডের প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব ছিল। এর ফলে অনেক সময়ই অভিযুক্ত ব্যক্তির মৌলিক অধিকার লঙ্ঘিত হতো। রাজনৈতিক বৈরিতা থেকে শুরু করে ব্যক্তিগত দ্বন্দ্ব, নানা কারণে হয়রানিমূলক মামলা দায়ের করার ঘটনাও ঘটত। এতে তদন্ত প্রক্রিয়ায় এবং সর্বোপরি বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা কমেছে।

বিজ্ঞাপন

পরিবর্তন: নতুন সংশোধনে গ্রেফতার ও রিমান্ড প্রক্রিয়া স্বচ্ছ ও জবাবদিহিমূলক করা হয়েছে। অভিযুক্তের অধিকারের নিশ্চয়তা দেওয়া হয়েছে, লিঙ্গ বৈষম্যমূলক শব্দ বাদ দেওয়া হয়েছে, তদন্ত প্রক্রিয়াকে জবাবদিহির আওতায় আনা হয়েছে এবং মিথ্যা মামলার হয়রানি ঠেকাতে ব্যবস্থা নেওয়া হয়েছে।

এটি কেন গুরুত্বপূর্ণ: এই সংশোধনের ফলে মানুষ অন্যায় গ্রেফতার ও রিমান্ড থেকে সুরক্ষা পাবে। বিচার ব্যবস্থার প্রতি আস্থা বাড়বে এবং ন্যায়বিচার নিশ্চিত হওয়ায় সাধারণ মানুষ বিচার ব্যবস্থার ওপর আস্থা রাখতে পারবে। রাজনৈতিক বা ব্যক্তিগত আধিপত্য বিস্তারের জন্য আইনি প্রক্রিয়ার অপব্যবহার কমবে। সামগ্রিকভাবে দেশে একটি আরও ন্যায়সংগত, মানবিক ও আধুনিক বিচার ব্যবস্থা প্রতিষ্ঠায় এই সংস্কার একটি মাইলফলক হিসেবে কাজ করবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত