আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

৩৩ হাজারের বেশি মণ্ডপে পূজার আয়োজন থাকছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিশেষ প্রতিনিধি
৩৩ হাজারের বেশি মণ্ডপে পূজার আয়োজন থাকছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সরকার সব ধরনের সহযোগিতা দিচ্ছে বলে জানিয়েছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, সারা দেশে ৩৩ হাজারের মতো মণ্ডপে এবার পূজা হতে পারে। এগুলোর নিরাপত্তাসহ সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিতের ব্যবস্থা করা হয়েছে। এর বাইরেও যদি পূজা মণ্ডপের আয়োজন হয়ে থাকে, আমরা সেখানেও নিরাপত্তার ব্যবস্থা করবো।

সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদযাপন উপলক্ষে নিরাপত্তা, আইনশৃঙ্খলা বিষয়ক সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

উপদেষ্টা সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন, পূজার আয়োজকরা কোন উদ্বেগ প্রকাশ করেনি, গতবারেও শান্তিপূর্ণভাবে হয়েছে, এবারও হবে। এবার আনসার তিন লাখের মত নিয়োজিত থাকবে। কিছু মণ্ডপে পুলিশও সবসময় থাকবে।

উপদেষ্টা বলেন, আমরা হিন্দু সম্প্রদায়ের সবার কাছে অনুরোধ জানিয়েছি, প্রতিমা বিসর্জন সন্ধ্যা ৭ টার মধ্যে শেষ করতে। এভাবেই আমরা প্রস্তুতি নিয়েছি।

উপদেষ্টা জানান, আইনশৃঙ্খলা রক্ষার্থে সরকারের পাশাপাশি পূজা আয়োজক কমিটিও প্রতিটি মণ্ডপে দিনে তিনজন ও রাতে চারজন করে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণের ব্যবস্থা রাখবে। প্রতিটি মণ্ডপে আনসার সদস্যও সবসময় থাকবে যেন কোনো ধরনের সমস্যা না হয়। আমরা একটি নতুন এপসও তৈরি করে দিয়েছি। ওটার মাধ্যমে কোন ধরনের ঘটনা ঘটে কিনা ওটাও যাচাই করা যাবে সাথে ফ্যাক্ট চেকও করা যাবে। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তার প্রতিকারও যাতে সাথে সাথে নেয়া যায় সেটার ব্যবস্থাও অ্যাপসে রাখা আছে।

উপদেষ্টা বলেন, পূজা উপলক্ষে অনেক সময় আশে পাশে মেলা হয়, এগুলো যেন কোন অবস্থায় না হয়। কোনো মেলা হবে না, তবে ছোট ছোট অস্থায়ী দোকান বসে, সেগুলো পূজা কমিটির থেকে অনুমতি নিয়ে স্থাপন করতে পারবে।

মণ্ডপের নিরাপত্তায় সব বাহিনীই থাকবে; সশস্ত্র বাহিনী, আনসার, বিজিবি, র‌্যাব ও পুলিশ নিয়োজিত থাকবে। সীমান্তবর্তী পূজা মণ্ডপগুলোর নিরাপত্তার দায়িত্ব বিজিবির উপর বর্তায়। ওখানে পুলিশও থাকবে কিন্তু বিজিবির ভূমিকাই বেশি থাকবে। আর আনসার সব জায়গায়ই থাকবে বলে উপদেষ্টা জানান।

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নাসিমুল গনিসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

যৌথবাহিনীর হাতে আটক বহিষ্কৃত যুবদল নেতার কারাগারে মৃত্যু

টিসিবির মাধ্যমে চিনি বিক্রি চলমান থাকবে: শিল্প উপদেষ্টা

স্বৈরাচার দেশে জুলুমতন্ত্র কায়েম করে সবকিছু লুটেপুটে নিয়েছে: জাহিদুল ইসলাম

৩০০ কোটি টাকা বাজেটে নতুন বাবরি মসজিদের ভিত্তি স্থাপন ভারতে

তালাকের পর আবার বিয়ে, যে ব্যাখ্যা দিলেন আবু ত্বহার স্ত্রী

এলাকার খবর
খুঁজুন