আশা করছি শিক্ষকরা এখন শ্রেণিকক্ষে ফিরে যাবেন: শিক্ষা উপদেষ্টা

বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ১৫: ৫৪

শিক্ষা উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল আবরার বলেছেন, সরকার শিক্ষকদের যৌক্তিক দাবি বাস্তবায়নে পুরোপুরি আন্তরিক। দেশের বিদ্যমান আর্থসামাজিক অবস্থা বিবেচনায় নিয়ে বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) ঘোষণা করা হয়েছে। আশা করছি এখন আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ক্লাসে ফিরে যাবেন।

রোববার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

বিজ্ঞাপন

উপদেষ্টা বলেন, ‘আমরা মনে করি শিক্ষক সমাজের অনেক বেশি পাওয়া দরকার। কিন্তু বর্তমান সীমাবদ্ধতার কারণে যে সিদ্ধান্ত হয়েছে, অর্থ মন্ত্রণালয় বরাদ্দ করেছে। সেটা আমাদের দিক থেকে চেষ্টা করেছি যথেষ্ট।’

এরআগে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভূক্ত শিক্ষক-কর্মচারীদের মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) বাড়ি ভাড়া বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

তবে বাড়ি ভাড়া ন্যুনতম ২০০০ টাকা বিবেচনায় ১২ শতাংশের বেশি হারে বাড়ি ভাড়া ভাতা পাবে ৫৬ শতাংশ শিক্ষক-কর্মচারী; ৯ শতাংশের বেশি হারে পাবেন ৭৫ শতাংশ শিক্ষক কর্মচারী; ৮.৭ শতাংশের বেশি হারে পাবেন ৮৯ শতাংশ শিক্ষক-কর্মচারী। এই আদেশ আগামী ১ নভেম্বর ২০২৫ হতে কার্যকর হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত