উপজেলা প্রতিনিধি, পরশুরাম (ফেনী)
ফেনীর পরশুরামে সিলোনিয়া নদীর বন্যায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ নির্মাণের কাজ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর(বিএসএফ) বাধায় আটকে আছে। বাঁধ নির্মাণ না হওয়ায় বেড়িবাঁধের ভাঙন অংশ দিয়ে পানি প্রবেশ করে লোকালয় প্লাবিত হওয়ার আশঙ্কা করেছে স্থানীয়রা।
জানা গেছে, গত ৮ জুলাই টানা বৃষ্টি ও ভারতের পাহাড়ি ঢলের পানিতে উপজেলায় মূহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বেড়িবাঁধের ১৬টি স্থানে ভাঙন দেখা দেয়। মানুষের ঘরবাড়ি, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। উপজেলার মির্জানগর ইউনিয়নের ভারত সীমান্তবর্তী ডিএম সাহেবনগর গ্রামের বড় কবরস্থানের পাশে ভারত থেকে প্রবাহিত সিলোনিয়া নদীর বেড়িবাঁধের প্রায় ৩০ মিটার অংশ বন্যায় ভেঙে যায়। এর আগে ২০২৪ সালের আগস্ট মাসের বন্যায় একই জায়গায় বাঁধ ভেঙে যায়। তখন গ্রামবাসীর স্বেচ্ছাশ্রমে এটি মেরামত করা হয়। বেড়িবাঁধ ভাঙনে ডিএম সাহেবনগর, মেলাঘর, রাঙ্গামাটিয়া ও মির্জানগর গ্রাম পানিতে তলিয়ে যায়। কয়েকদিন আগে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার বাঁধের মেরামত কাজ শুরু করতে চাইলে বিএসএফের বাধায় সেটি স্থগিত হয়ে যায়।
ফেনী পানি উন্নয়ন বোডের্র (পাউবো) নির্বাহী প্রকৌশলী আক্তার হোসেন মজুমদার জানান, বেড়িবাঁধটির কিছু জায়গায় বিএসএফ বাধা দিয়েছে। যেহেতু দু’দেশের বিষয়, সেজন্য বিজিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। দ্রুত বিষয়টি সমাধান হবে।
সরেজমিনে জানা যায়, ডিএম সাহেবনগরে ভারত সীমান্তের ২৫৫ নম্বর পিলারের কাছে বাঁধটি ভেঙেছে। বেড়িবাঁধের রাস্তাটি দিয়ে কবরস্থানে যাতায়াত করে চার গ্রামের মানুষ। বাঁধটি ভেঙে যাওয়ায় চলাচলে দুর্ভোগে পড়েছে মানুষ। এছাড়া নদীর পানি বেড়ে গেলে ভাঙনের অংশ দিয়ে লোকালয়ে পানি প্রবেশ করে কয়েকটি গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয় বাসিন্দা তারেক হোসেন জানান, এটি চার গ্রামের কবরস্থানে যাতায়াতের রাস্তা। আমরা চলাচল করতে পারছি না। বিএসএফের বাধায় কাজ বন্ধ হয়ে আছে। তারা যাতায়াতে বাধা দেয়। বিএসএফ দিনে তিনবার এসে দেখে যায়। দ্রুত বাঁধটি মেরামত না করলে সিলোনিয়া নদীর পানি ভাঙন দিয়ে গ্রামে ঢুকবে।
ফেনী পানি উন্নয়ন বোর্ডে(পাউবো) সূত্র জানায়, ডিএম সাহেবনগরে সিলোনিয়া নদীর বেড়িবাঁধের প্রায় ৩০ মিটার অংশ ভেঙে গেছে। জঙ্গলঘোনায় সিলোনিয়া নদীর ৩০ মিটারসহ ৬০ মিটার বাঁধ মেরামতে ৮ লাখ ৬৪ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সাহাবুদ্দিন এন্টারপ্রাইজ বাঁধটি মেরামতের কাজ পেয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জানান, বাঁধটি ভারতের সীমান্ত পিলারের কাছে। নোম্যন্সল্যান্ডে হওয়ায় তারা আপত্তি জানিয়েছে। দ্রুত বেড়িবাঁধটি মেরামতের কাজ যাতে শুরু করা যায়, সেজন্য চেষ্টা চলছে।
ফেনীর পরশুরামে সিলোনিয়া নদীর বন্যায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ নির্মাণের কাজ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর(বিএসএফ) বাধায় আটকে আছে। বাঁধ নির্মাণ না হওয়ায় বেড়িবাঁধের ভাঙন অংশ দিয়ে পানি প্রবেশ করে লোকালয় প্লাবিত হওয়ার আশঙ্কা করেছে স্থানীয়রা।
জানা গেছে, গত ৮ জুলাই টানা বৃষ্টি ও ভারতের পাহাড়ি ঢলের পানিতে উপজেলায় মূহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বেড়িবাঁধের ১৬টি স্থানে ভাঙন দেখা দেয়। মানুষের ঘরবাড়ি, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। উপজেলার মির্জানগর ইউনিয়নের ভারত সীমান্তবর্তী ডিএম সাহেবনগর গ্রামের বড় কবরস্থানের পাশে ভারত থেকে প্রবাহিত সিলোনিয়া নদীর বেড়িবাঁধের প্রায় ৩০ মিটার অংশ বন্যায় ভেঙে যায়। এর আগে ২০২৪ সালের আগস্ট মাসের বন্যায় একই জায়গায় বাঁধ ভেঙে যায়। তখন গ্রামবাসীর স্বেচ্ছাশ্রমে এটি মেরামত করা হয়। বেড়িবাঁধ ভাঙনে ডিএম সাহেবনগর, মেলাঘর, রাঙ্গামাটিয়া ও মির্জানগর গ্রাম পানিতে তলিয়ে যায়। কয়েকদিন আগে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার বাঁধের মেরামত কাজ শুরু করতে চাইলে বিএসএফের বাধায় সেটি স্থগিত হয়ে যায়।
ফেনী পানি উন্নয়ন বোডের্র (পাউবো) নির্বাহী প্রকৌশলী আক্তার হোসেন মজুমদার জানান, বেড়িবাঁধটির কিছু জায়গায় বিএসএফ বাধা দিয়েছে। যেহেতু দু’দেশের বিষয়, সেজন্য বিজিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। দ্রুত বিষয়টি সমাধান হবে।
সরেজমিনে জানা যায়, ডিএম সাহেবনগরে ভারত সীমান্তের ২৫৫ নম্বর পিলারের কাছে বাঁধটি ভেঙেছে। বেড়িবাঁধের রাস্তাটি দিয়ে কবরস্থানে যাতায়াত করে চার গ্রামের মানুষ। বাঁধটি ভেঙে যাওয়ায় চলাচলে দুর্ভোগে পড়েছে মানুষ। এছাড়া নদীর পানি বেড়ে গেলে ভাঙনের অংশ দিয়ে লোকালয়ে পানি প্রবেশ করে কয়েকটি গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয় বাসিন্দা তারেক হোসেন জানান, এটি চার গ্রামের কবরস্থানে যাতায়াতের রাস্তা। আমরা চলাচল করতে পারছি না। বিএসএফের বাধায় কাজ বন্ধ হয়ে আছে। তারা যাতায়াতে বাধা দেয়। বিএসএফ দিনে তিনবার এসে দেখে যায়। দ্রুত বাঁধটি মেরামত না করলে সিলোনিয়া নদীর পানি ভাঙন দিয়ে গ্রামে ঢুকবে।
ফেনী পানি উন্নয়ন বোর্ডে(পাউবো) সূত্র জানায়, ডিএম সাহেবনগরে সিলোনিয়া নদীর বেড়িবাঁধের প্রায় ৩০ মিটার অংশ ভেঙে গেছে। জঙ্গলঘোনায় সিলোনিয়া নদীর ৩০ মিটারসহ ৬০ মিটার বাঁধ মেরামতে ৮ লাখ ৬৪ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সাহাবুদ্দিন এন্টারপ্রাইজ বাঁধটি মেরামতের কাজ পেয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জানান, বাঁধটি ভারতের সীমান্ত পিলারের কাছে। নোম্যন্সল্যান্ডে হওয়ায় তারা আপত্তি জানিয়েছে। দ্রুত বেড়িবাঁধটি মেরামতের কাজ যাতে শুরু করা যায়, সেজন্য চেষ্টা চলছে।
ভোটের দায়িত্ব পালনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কোনো চাপের কাছে নতি স্বীকার না করার জন্য নির্দেশনা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। আপনাদের যে কাজের দায়িত্ব পড়ুক না কেন, সেটা আইনসম্মত, নিউট্রালি, প্রফেশনালি করবেন।
২ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার বিকেল ৫টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।
৩ ঘণ্টা আগেপ্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, সতর্ক করার পরও অনেক গণমাধ্যম পোর্টালে এখনো জুয়া ও অনিরাপদ কনটেন্টের বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে।
৭ ঘণ্টা আগেমসজিদ ব্যবস্থাপনা ও নীতিমালা প্রণয়ন বিষয়ে কর্মশালা করেছে বাংলাদেশ মসজিদ মিশন। মঙ্গলবার বিকেলে রাজধানীর কাটাবন সেন্ট্রাল পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ কর্মশালা সভাপতিত্ব করেন মিশনের কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন।
১০ ঘণ্টা আগে