
আমার দেশ অনলাইন

জুলাই গণ-অভ্যুত্থানকে কেন্দ্র করে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে “বিশ্বের জন্য নজির” হিসেবে আখ্যায়িত করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি। সোমবার বিকেল ৩টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, পৃথিবীর কোনো ক্ষমতা চিরস্থায়ী নয় এবং কোনো শাসক অনন্তকাল জনগণকে দমন করে টিকে থাকতে পারে না। এই রায়ের মাধ্যমে শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বের জন্যই গুরুত্বপূর্ণ উদাহরণ তৈরি হয়েছে।
হাদি আরও বলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড এবং রাজসাক্ষী হিসেবে সহযোগিতা করায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। আদালত উল্লেখ করেছে, মামুনের অপরাধের মাত্রা অনুযায়ী তার মৃত্যুদণ্ড হওয়ার কথা ছিল। তবে তিনি আদালতকে সহায়তা করায় সাজা কমানো হয়েছে। হাদির ভাষ্য, শহীদ পরিবাররা মনে করেছেন মামুনের অন্তত যাবজ্জীবন কারাদণ্ড হওয়া উচিত ছিল।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে সংঘটিত জুলাই–আগস্টের হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সোমবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন। একই মামলায় রাজসাক্ষী হিসেবে বিবেচনায় মামুনের সর্বোচ্চ সাজা কমিয়ে পাঁচ বছর করা হয়।
বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনাল-১ দুপুরে দুই ঘণ্টা দশ মিনিটের সংক্ষিপ্ত রায় পাঠ শেষে বিকেল ২টা ৫০ মিনিটে এই রায় ঘোষণা করে।
এসআর

জুলাই গণ-অভ্যুত্থানকে কেন্দ্র করে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে “বিশ্বের জন্য নজির” হিসেবে আখ্যায়িত করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি। সোমবার বিকেল ৩টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, পৃথিবীর কোনো ক্ষমতা চিরস্থায়ী নয় এবং কোনো শাসক অনন্তকাল জনগণকে দমন করে টিকে থাকতে পারে না। এই রায়ের মাধ্যমে শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বের জন্যই গুরুত্বপূর্ণ উদাহরণ তৈরি হয়েছে।
হাদি আরও বলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড এবং রাজসাক্ষী হিসেবে সহযোগিতা করায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। আদালত উল্লেখ করেছে, মামুনের অপরাধের মাত্রা অনুযায়ী তার মৃত্যুদণ্ড হওয়ার কথা ছিল। তবে তিনি আদালতকে সহায়তা করায় সাজা কমানো হয়েছে। হাদির ভাষ্য, শহীদ পরিবাররা মনে করেছেন মামুনের অন্তত যাবজ্জীবন কারাদণ্ড হওয়া উচিত ছিল।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে সংঘটিত জুলাই–আগস্টের হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সোমবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন। একই মামলায় রাজসাক্ষী হিসেবে বিবেচনায় মামুনের সর্বোচ্চ সাজা কমিয়ে পাঁচ বছর করা হয়।
বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনাল-১ দুপুরে দুই ঘণ্টা দশ মিনিটের সংক্ষিপ্ত রায় পাঠ শেষে বিকেল ২টা ৫০ মিনিটে এই রায় ঘোষণা করে।
এসআর

জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জানায়, ফ্যাসিস্ট হাসিনার গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের পূর্ণ ন্যায়বিচার নিশ্চিত সম্ভব কেবল এই রায় দ্রুত কার্যকর করার মাধ্যমেই।
২৫ মিনিট আগে
সোমবার সন্ধ্যায় এক্স হ্যান্ডেলে প্রকাশিত এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ের যে রায় ঘোষণা করা হয়েছে, ভারত সেটি লক্ষ্য করেছে।
১ ঘণ্টা আগে
চব্বিশের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড এবং রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
১ ঘণ্টা আগে
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালে হঠাৎ আগুনের ধোঁয়া দেখা গেছে। সোমবার বিকেল সোয়া তিনটার দিকে বিমানবন্দরের ১ নম্বর বহির্গমন টার্মিনাল ভবনে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে