যুদ্ধাপরাদের অভিযোগে বন্দি কামাল উদ্দিনের ঢামেক হাসপাতালে মৃত্যু

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ১৩: ৫৩
আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ১৪: ৫০

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন কথিত যুদ্ধাপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মো. কামাল উদ্দিন গোলদার (৭৫) মারা গেছেন।

বিজ্ঞাপন

ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে অসুস্থ অবস্থায় কারারক্ষীরা তাকে গত ১৪ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তিনি মেডিসিন বিভাগের ৬০১ ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ১টা ২০ মিনিটে মারা যান।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক এ তথ্য নিশ্চিত করে বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কারা সূত্রে জানা গেছে, আইসিটিবিডি মামলা নং ১১/২০১৭ ধারা ১৯৭৩ সালের মানবতাবিরোধী অপরাধ আইনের মামলায় তিনি কারাবন্দি ছিলেন। তার গ্রামের বাড়ি খুলনা বাটিয়াঘাটা থানার বিরাট গ্রামে। বাবার নাম মৃত দবির উদ্দিন গোলদার।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত