আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জনপ্রশাসন সচিব মোখলেস উর রহমানকে বদলি

স্টাফ রিপোর্টার
জনপ্রশাসন সচিব মোখলেস উর রহমানকে বদলি

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমানকে বদলি করা হয়েছে। তাকে সরিয়ে পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এদিকে আরেক প্রজ্ঞাপনে পরিকল্পনা কমিশনের সদস্য মো. রুহুল আমীনকে (সচিব) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

অভ্যুত্থানে ক্ষমতার পট পরিবর্তনের পর প্রশাসনে বদলের হাওয়ার মধ্যে মোখলেস উর রহমানকে অবসর থেকে ফিরিয়ে এনে ২০২৪ সালের অগাস্টে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব করা হয়।

মোখলেস উর রহমান ১৯৮২ সালের বিসিএস ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তিনি অতিরিক্ত সচিব থাকা অবস্থায় ২০১৫ সালে তাকে অবসরে পাঠিয়েছিল বিগত আওয়ামী লীগ সরকার। অন্তর্বর্তী সরকার তাকে ফিরিয়ে এনে জ্যেষ্ঠ সচিব হিসেবে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন