
স্টাফ রিপোর্টার

দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস দ্বাদশ বর্ষে পদার্পণ করেছে। ২০১৪ সালের ১৭ জুলাই যাত্রা শুরু করা এ সংস্থা গত ১১ বছরে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ধারাবাহিকভাবে ফ্লাইট পরিচালনা করে আসছে।
ঢাকা-যশোর রুটে ড্যাশ ৮-কিউ৪০০ উড়োজাহাজ দিয়ে যাত্রা শুরু করা ইউএস-বাংলা বর্তমানে ২৪টি উড়োজাহাজের বহর নিয়ে পরিচালনা করছে যাত্রীসেবা। এর মধ্যে রয়েছে ২টি এয়ারবাস ৩৩০-৩০০ ও ৯টি বোয়িং ৭৩৭-৮০০। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউএস বাংলা এ তথ্য জানিয়েছে। সংস্থাটির অন-টাইম ফ্লাইট পরিচালনার হার ৯০ শতাংশের বেশি বলে দাবি করা হয়েছে।
বর্তমানে ইউএস-বাংলা অভ্যন্তরীণ রুটে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর ও রাজশাহীতে ফ্লাইট পরিচালনা করছে। ২০১৬ সালের ১৫ মে আন্তর্জাতিক রুটে ঢাকা-কাঠমাণ্ডু ফ্লাইট চালুর মধ্য দিয়ে আকাশপথে বিশ্বসংযোগের যাত্রা শুরু করে তারা।
আন্তর্জাতিক গন্তব্যের মধ্যে রয়েছে্ত কলকাতা, চেন্নাই, মালে, মাস্কাট, দোহা, দুবাই, শারজাহ, আবুধাবি, জেদ্দা, রিয়াদ, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ব্যাংকক ও চীনের গুয়াংজু।
খুব শিগগিরই বহরে আরো একটি এয়ারবাস ৩৩০-৩০০ যুক্ত করার পরিকল্পনা রয়েছে সংস্থাটির।
ইউএস-বাংলা স্বাধীনতার পর প্রথম দেশীয় সংস্থা হিসেবে চীন, চেন্নাই এবং মালদ্বীপের মালে-তে সরাসরি ফ্লাইট চালু করেছে।
ইউএস-বাংলা কর্তৃপক্ষ জানিয়েছে, খুব শিগগিরই ইউএস-বাংলার বিমানবহরে আরো একটি এয়ারবাস ৩৩০-৩০০ এয়ারক্রাফট যোগ করতে যাচ্ছে। ২০২৬ সালের মধ্যে লন্ডন, রোমসহ ইউরোপের বিভিন্ন গন্তব্য এবং ২০২৮ সালের মধ্যে নিউ ইয়র্ক ও টরন্টোতে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে।
সেবার মানের জন্য ইতিমধ্যে ইউএস-বাংলা এয়ারলাইনস ২০১৫, ২০২২, ২০২৩ ও ২০২৪ সালে ডমেস্টিক এয়ারলাইনস্থ পুরস্কার অর্জন করেছে। বর্তমানে দেশে ও বিদেশে ইউএস-বাংলায় প্রায় ৩ হাজার কর্মকর্তা-কর্মচারী কর্মরত রয়েছেন।
একাদশ বর্ষপূর্তি উপলক্ষে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, মান নিশ্চিত করতে আমরা আধুনিক উড়োজাহাজ যুক্ত করছি। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখতে পেরে আমরা গর্বিত। প্রতিযোগিতামূলক বিশ্বে আমরা যেকোনো ধরনের প্রতিযোগিতার চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত।
ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক-জনসংযোগ মো. কামরুল ইসলাম বলেন, আন্তর্জাতিক ফ্লাইট অবতরণের পর মাত্র ১৫ মিনিটের মধ্যে লাগেজ ডেলিভারি। আপনি লাগেজের জন্য অপেক্ষা করবেন না; বরং লাগেজ আপনার জন্য অপেক্ষা করবে- এই ধারণাকে প্রতিষ্ঠিত করার জন্যই ইউএস-বাংলা কাজ করে যাচ্ছে।

দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস দ্বাদশ বর্ষে পদার্পণ করেছে। ২০১৪ সালের ১৭ জুলাই যাত্রা শুরু করা এ সংস্থা গত ১১ বছরে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ধারাবাহিকভাবে ফ্লাইট পরিচালনা করে আসছে।
ঢাকা-যশোর রুটে ড্যাশ ৮-কিউ৪০০ উড়োজাহাজ দিয়ে যাত্রা শুরু করা ইউএস-বাংলা বর্তমানে ২৪টি উড়োজাহাজের বহর নিয়ে পরিচালনা করছে যাত্রীসেবা। এর মধ্যে রয়েছে ২টি এয়ারবাস ৩৩০-৩০০ ও ৯টি বোয়িং ৭৩৭-৮০০। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউএস বাংলা এ তথ্য জানিয়েছে। সংস্থাটির অন-টাইম ফ্লাইট পরিচালনার হার ৯০ শতাংশের বেশি বলে দাবি করা হয়েছে।
বর্তমানে ইউএস-বাংলা অভ্যন্তরীণ রুটে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর ও রাজশাহীতে ফ্লাইট পরিচালনা করছে। ২০১৬ সালের ১৫ মে আন্তর্জাতিক রুটে ঢাকা-কাঠমাণ্ডু ফ্লাইট চালুর মধ্য দিয়ে আকাশপথে বিশ্বসংযোগের যাত্রা শুরু করে তারা।
আন্তর্জাতিক গন্তব্যের মধ্যে রয়েছে্ত কলকাতা, চেন্নাই, মালে, মাস্কাট, দোহা, দুবাই, শারজাহ, আবুধাবি, জেদ্দা, রিয়াদ, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ব্যাংকক ও চীনের গুয়াংজু।
খুব শিগগিরই বহরে আরো একটি এয়ারবাস ৩৩০-৩০০ যুক্ত করার পরিকল্পনা রয়েছে সংস্থাটির।
ইউএস-বাংলা স্বাধীনতার পর প্রথম দেশীয় সংস্থা হিসেবে চীন, চেন্নাই এবং মালদ্বীপের মালে-তে সরাসরি ফ্লাইট চালু করেছে।
ইউএস-বাংলা কর্তৃপক্ষ জানিয়েছে, খুব শিগগিরই ইউএস-বাংলার বিমানবহরে আরো একটি এয়ারবাস ৩৩০-৩০০ এয়ারক্রাফট যোগ করতে যাচ্ছে। ২০২৬ সালের মধ্যে লন্ডন, রোমসহ ইউরোপের বিভিন্ন গন্তব্য এবং ২০২৮ সালের মধ্যে নিউ ইয়র্ক ও টরন্টোতে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে।
সেবার মানের জন্য ইতিমধ্যে ইউএস-বাংলা এয়ারলাইনস ২০১৫, ২০২২, ২০২৩ ও ২০২৪ সালে ডমেস্টিক এয়ারলাইনস্থ পুরস্কার অর্জন করেছে। বর্তমানে দেশে ও বিদেশে ইউএস-বাংলায় প্রায় ৩ হাজার কর্মকর্তা-কর্মচারী কর্মরত রয়েছেন।
একাদশ বর্ষপূর্তি উপলক্ষে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, মান নিশ্চিত করতে আমরা আধুনিক উড়োজাহাজ যুক্ত করছি। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখতে পেরে আমরা গর্বিত। প্রতিযোগিতামূলক বিশ্বে আমরা যেকোনো ধরনের প্রতিযোগিতার চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত।
ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক-জনসংযোগ মো. কামরুল ইসলাম বলেন, আন্তর্জাতিক ফ্লাইট অবতরণের পর মাত্র ১৫ মিনিটের মধ্যে লাগেজ ডেলিভারি। আপনি লাগেজের জন্য অপেক্ষা করবেন না; বরং লাগেজ আপনার জন্য অপেক্ষা করবে- এই ধারণাকে প্রতিষ্ঠিত করার জন্যই ইউএস-বাংলা কাজ করে যাচ্ছে।

রাজধানীর ধানমন্ডি ও বনানীতে পৃথক ঘটনায় দুই অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ অক্টোবর) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তাদের ময়নাতদন্ত সম্পন্ন হয়।
১৭ মিনিট আগে
নতুন কর্মসূচি ঘোষণা দিয়েছে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোট। বুধবার (২২ অক্টোবর) সচিবালয়ে স্মারকলিপি দিতে গিয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন সংগঠনের নেতারা। এ ঘটনায় নতুন কর্মসূচি হিসেবে বৃহস্পতিবার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে
৩০ মিনিট আগে
মাছ রক্ষার জন্য মা মাছ ধরা বন্ধের আহ্বান জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, আমাদের নদী ও সাগরে জেলেরা যেসব মাছ ধরে তা প্রাকৃতিক। এই মাছগুলো আমরা যদি রক্ষা না করি তাহলে আগামীতে মাছ পাবো না। তাই মাছ ধরা নিষিদ্ধ সময়ে আইন মানতে হবে। আইন মানলে প্রকৃতপক্ষে লাভবান হবে জেলেরা।
১ ঘণ্টা আগে
আইন উপদেষ্টা বলেন, তারা চেয়েছেন ইন্টেরিম গভর্নমেন্ট যেন তত্ত্বাবধায়কের ভূমিকা পালন করেন, নিরপেক্ষ ভূমিকা পালন করেন। আমরা তাদের বলেছি নিরপেক্ষ ভূমিকা পালন করার জন্য প্রধান উপদেষ্টা এমনকি এই অ্যাসুরেন্স (নিশ্চয়তা) দিয়েছেন- এখন থেকে প্রশাসন বা অন্য কোনো জায়গায় বড় বড় বদলির ব্যাপারটা তিনি নিজে দেখবেন।
১ ঘণ্টা আগে