আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আইয়ামে জাহেলিয়াত প্রতিষ্ঠা করেছিল আ.লীগ: ড. ইউনূস

রাজশাহী ব্যুরো

আইয়ামে জাহেলিয়াত প্রতিষ্ঠা করেছিল আ.লীগ: ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আইয়ামে জাহেলিয়াত প্রতিষ্ঠা করে গেছে আওয়ামী লীগ সরকার। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে গুমের আয়নাঘর পরিদর্শনে তিনি একথা বলেন।

বিজ্ঞাপন
yunus-8

প্রধান উপদেষ্টা বলেন, এই আয়নাঘরের নৃশংসতার কথা যত শুনি অবিশ্বাস্য লাগে। এটা কি আমাদেরই জগত, আমাদের সমাজ। যারা নিগৃহীত হয়েছে, যারা নৃশংসতার শিকার হয়েছে, তারাও আমাদের সঙ্গে আছে। তাদের মুখ থেকে শুনলাম কীভাবে এখানে নির্যাতন করা হয়েছে।

তিনি বলেন, বিনা কারণে রাস্তা থেকে তুলে নিয়ে আসা হতো। বিনা দোষে কতগুলো সাক্ষী হাজির করে তাদেরকে বানিয়ে দেয়া হতো জঙ্গি। এরকম টর্চার সেল সারা বাংলাদেশ জুড়ে আছে বলেও আজকে শুনলাম।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন