
রক্তের ঋণ বনাম ক্ষমতার উৎসব
আয়নাঘরে আট বছর কাটিয়ে মায়ের কোলে ফিরে এসেছেন ভাগ্যবান আরমান। একইভাবে, একই সময়, আয়নাঘরে কাটিয়ে ঘরে ফিরলেও, রেখে যাওয়া মাকে জীবিত পাননি ব্রিগেডিয়ার আমান আজমী। যতদিন জীবিত থাকবেন, এই কষ্ট তাকে তাড়িয়ে বেড়াবে। কষ্টের অনেক পরত বা স্তর রয়েছে। পরের পরত থেকে আগের পরতকে তাই ভাগ্যবান মনে হয়।














