১৯৭০ সালে প্রাকৃতিক দুর্যোগে মারা গেছে ১০ লাখ মানুষ: সচিব

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২: ০৫

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিন বলেছেন, ১৯৭০ সালে প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রায় ১০ লাখ মানুষ মারা গেছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ‘প্রাকৃতিক দুর্যোগের আগাম সতর্কবার্তা প্রচারে সাংবাদিকগণের ভূমিকা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ কথা বলেন।

প্রধান অতিথি আশরাফ উদ্দিন বলেন, জাতিসংঘের সাথে বাংলাদেশসহ ৩০টি দেশ কাজ করে যাচ্ছে। জলবায়ুর পরিবর্তনের প্রভাবের কারণে আমাদের দেশে নানা সমস্যার সম্মুখীন হচ্ছে। ১৯৭০ সালে প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রায় ১০ লাখ মানুষ মারা গেছে। সে সময় আবহাওয়ায় যদিও লোকবল ছিল না, তারপরেও আবহাওয়া অধিদপ্তর কাজ করে যাচ্ছে।

শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় আরও উপস্থিত ছিলেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমাদুল হক, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক এ কে এম তাহমিদুল ইসলাম।

কর্মশালায় সভাপতিত্ব করেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত