আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পুরাতন রাজনীতির হিসাব আর মিলবে না: তাসনিম জারা

আমার দেশ অনলাইন

পুরাতন রাজনীতির হিসাব আর মিলবে না: তাসনিম জারা
ডা. তাসনিম জারা

ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা বলেছেন, পরিবর্তন আসবেই। আমাদের ম্যাজিক সংখ্যা ৫। আমাদের শুভাকাঙ্ক্ষীরা যেভাবে পাঁচজন করে আপনজনের সঙ্গে কথা বলছেন, তাতে পুরাতন রাজনীতির হিসাব আর মিলবে না।

শুক্রবার দুপুরে নিজের ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

পোস্টে তাসনিম জারা বলেন, ‘পরিবর্তন আসবেই।’

আমাদের ম্যাজিক সংখ্যা ৫। আমাদের শুভাকাঙ্ক্ষীরা যেভাবে পাঁচজন করে আপনজনের সঙ্গে কথা বলছেন, তাতে পুরাতন রাজনীতির হিসাব আর মিলবে না।

গণতন্ত্রের মূল কথাই হচ্ছে জনগণের পছন্দ। আর এই পছন্দ উল্টে দিতে পারে না কাঁড়ি কাঁড়ি টাকা, উচ্চ শব্দের মাইকিং কিংবা অবৈধ রঙিন পোস্টার। তাই আমরা এসবের পরিবর্তে বেছে নিয়েছি আন্তরিক আলাপচারিতা।

এই শুক্র ও শনিবার আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। নির্বাচনের আগে মাত্র চারটি ছুটির দিনের মধ্যে আজ আর কালই দুই দিন। তাই এ দুই দিনের মধ্যেই মাত্র ৩০ মিনিট সময় বের করে প্রিয়জনকে আমাদের কথা বলুন।

আমাদের প্রতীক যে ফুটবল ⚽️, সেটা মনে করিয়ে দিতে ভুলবেন না। অনেকে এখনো মনে করেন, আমাদের প্রতীক 'শাপলা কলি'। তাই এই ভুল ধারণাটা শুধরে দিতে হবে।

রাজনীতি বদলাবেই। ঢাকা-৯-এর মানুষই সেই পথ দেখাবেন। রাজনীতি বদলাবেই।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন