আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস

লিঙ্গভিত্তিক সহিংসতা রোধে বিএনএনআরসির কর্মসূচি শুরু

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ২০: ৪২
আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ২১: ১৮

জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে গ্রামীণ সমাজে প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে ১৫ দিনব্যাপী জাতীয় কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন (বিএনএনআরসি)। বুধবার শুরু হওয়া এই কর্মসূচি আগামী ৩০ অক্টোবর পর্যন্ত চলবে।

বিজ্ঞাপন

এই আয়োজনে নাগরিক সমাজ, কমিউনিটি মিডিয়া, একাডেমিয়া, প্রযুক্তি সম্প্রদায়, স্থানীয় নেতৃত্ব এবং গ্রামীণ নাগরিকদের প্রতিনিধিরা অংশ নেবেন। এ ছাড়া ১৫টি জেলায় বিভিন্ন ক্ষেত্রে নারীদের জীবনমান উন্নয়ন ও অধিকার আদায়ে অবদান রাখা মোট ১৮০ জন সফল নারী ও পুরুষকে সম্মাননা দেওয়া হবে।

এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা বাড়ানো, সম্মিলিত পদক্ষেপ নেওয়া এবং নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল পরিবেশ গঠনকে উৎসাহিত করা। এর ফলে প্রযুক্তির সহায়তায় সংঘটিত লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও প্রশমনে জন-সম্পৃক্ততা বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

এই কর্মসূচি বাস্তবায়নের ফলে প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও প্রশমনে জন-সম্পৃক্ততা বৃদ্ধি পাবে। গ্রামীণ নারী, কিশোরী ও যুব ডিজিটাল নিরাপত্তা নিয়ে আরও গভীরভাবে কাজ করতে পারবে পাশাপাশি TFGBV প্রতিরোধ এবং অভিযোগ জানানো পদ্ধতি এবং সহায়তা পরিষেবাগুলি সম্পর্কে অধিক সচেতন ও আত্মবিশ্বাসী হয়ে উঠবে। TFGBV প্রতিরোধে গুরুত্বপূর্ণ বহুমুখী অংশীজনদের যেমন ইন্টারনেট প্রোভাইডার, ইউনিয়নের নারী মেম্বার, স্থানীয় কেবল অপারেটর, নারী অধিকার কর্মী, লিগ্যাল এইড কর্মকর্তা, জেলা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, আইনজীবী, মহিলা পরিষদ, গণমাধ্যম এবং নাগরিক সমাজ সংগঠনের মধ্যে নীতিগত সংলাপ ও প্রতিশ্রুতি জোরদার হবে।

১৪টি জেলায় পক্ষকাল-ব্যাপী এই কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করছে ৬টি বেসরকারি উন্নয়ন সংস্থা স্পিড ট্রাস্ট (বরিশাল ও পটুয়াখালী), নিষ্ঠা উন্নয়ন সংঘ (ময়মনসিংহ), সেতু (কুষ্টিয়া), পিরোজপুর গণ উন্নয়ন সমিতি (পিরোজপুর) ও অগ্রগতি সংস্থা (সাতক্ষীরা) ও নয়টি কমিউনিটি রেডিও, কমিউনিটি রেডিও নলতা, (সাতক্ষীরা), কমিউনিটি রেডিও লোকবেতার (বরগুনা), কমিউনিটি রেডিও মেঘনা (চরফ্যাশন, ভোলা), কমিউনিটি রেডিও সাগরগিরি (সীতাকুণ্ড, চট্টগ্রাম), কমিউনিটি রেডিও সাগরদ্বীপ (হাতিয়া, নোয়াখালী), কমিউনিটি রেডিও পল্লীকণ্ঠ (মৌলভীবাজার), কমিউনিটি রেডিও চিলমারী (কুড়িগ্রাম), কমিউনিটি রেডিও ঝিনুক (ঝিনাইদহ), কমিউনিটি রেডিও সারাবেলা (গাইবান্ধা)। এবারের প্রতিপাদ্য হলো প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ, প্রশমন এবং করণীয়।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত