সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ব্যক্তিগত সুখবিলাসের জন্য রাষ্ট্রের ২৪ কোটি টাকা অপচয় করেছেন। এমন অভিযোগ দুর্নীতি দমন কমিশনের (দুদক)। এ অভিযোগের অনুসন্ধানের সিদ্ধান্তও নিয়েছে সংস্থাটি। দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন রোববার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
রাজধানীর নিকুঞ্জ-১ এলাকায় নিজের ব্যক্তি মালিকানাধিন বাড়ির সৌন্দর্যবর্ধন ও সাজসজ্জার নামে রাষ্ট্রের প্রায় ২৪ কোটি টাকা অপচয় করেছেন বলে দুদকের অভিযোগে বলা হয়েছে। এ অভিযোগের বিষয়ে আক্তার হোসেন বলেন, দুদক একটি স্বাধীন সংস্থা। দেশের কারো পদ-পদবী বিবেচনায় অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করা হয় না। অভিযোগের সত্যতা ও বস্তুনিষ্ঠতাই দুদকের প্রধান বিবেচনা।
দুদকের কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানীর নিকুঞ্জ এলাকার লেকড্রাইভ রোডের ৬ নম্বর প্লটে তিনতলা ডুপ্লেক্স বাড়িটির মালিক সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের। রাষ্ট্রপতির দায়িত্ব পালন শেষে তিনি পরিবারের সদস্যদের নিয়ে বঙ্গভবন ছেড়ে ওই বাড়িতে গিয়ে ওঠেন। এরআগে তিনি রাষ্ট্রের প্রায় ২৪ কোটি টাকা ব্যয় করে বাড়িটির আশেপাশে বিভিন্ন ধরনের কাজ করেন। রাষ্ট্রের এ বিপুল পরিমাণ অর্থ অপচয়ের তার হস্তক্ষেপ ও অনিয়মের অভিযোগ রয়েছে। এ অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক।

