
স্টাফ রিপোর্টার

হাসিনার আমলের শেষ দশ বছরে সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষীর গুলিতে কমপক্ষে ৩০৫ জন বাংলাদেশি নিহতের ঘটনা ঘটেছে। এছাড়াও অন্তত ২৮২ জন আহত হয়ছেন । সোমবার মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি কর্তৃক গণমাধ্যমে পাঠানো এক জরিপে এমনটাই দেখা যায়।
দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ এবং হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) এর সংগৃহীত তথ্যের ভিত্তিতে গত ১০ বছরের চিত্র উল্লেখ করে জরিপে বলা হয়, ২০২৪ সালে ২৬ জন নিহত হয়েছেন। তাছাড়া ২০২৩ সালে ৩০ জন ছাড়াও সবথেকে বেশি নিহতের ঘটনা ঘটেছে ২০২০, ১৯ এবং ১৫ সালে। ২০২০ সালে বিএসএফ কর্তৃক ৫১ জন, ২০১৫ সালে ৪৩ জন এবং ১৯ সালে ৪২ জন বাংলাদেশি ভারতীয় সীমান্তরক্ষীর গুলিতে নিহত হয় ।
সংস্থা জানায়, ২০১৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত গত ১০ বছরে সীমান্তে বিএসএফ কর্তৃক কমপক্ষে ৩০৫ জন বাংলাদেশি নিহত এবং অন্তত ২৮২ জন আহত হয়েছেন। সীমান্তে বিএসএফ কর্তৃক শুধু ২০২৪ সালে ৫৭ টি হামলার ঘটনায় ২৬ জন বাংলাদেশি নিহত, ২৫ জন আহত, ৪৭ জন গুলিবিদ্ধ এবং ১৫৮ জন গ্রেফতার হয়েছেন। একইসময়ে সীমান্তে ৯ জন বাংলাদেশির লাশ পাওয়া গেছে যারা ভারতীয় নাগরিক ও খাসিয়াদের হামলায় নিহত হওয়ার অভিযোগ রয়েছে।
এছাড়াও ২০২৫ সালের জানুয়ারি থেকে ৮ই মার্চ পর্যন্ত সীমান্তে বিএসএফ কর্তৃক ১৫ টি হামলার ঘটনায় ৪ জন বাংলাদেশি নিহত, ১০ জন আহত, ৫ জন গুলিবিদ্ধ ও ১৫ জন গ্রেফতার হয়েছেন। এসময় সীমান্তে ভারতীয় নাগরিক ও খাসিয়াদের হামলায় ৩ জন বাংলাদেশি নিহত হয়েছেন। এসকল ঘটনা সীমান্তের নিরাপত্তার ক্ষেত্রে একটি নাজুক পরিস্থিতি নির্দেশ করে। ভারতের বারবার প্রতিশ্রুতি এবং কূটনৈতিক প্রচেষ্টা সত্ত্বেও এই দুঃখজনক ঘটনাগুলি উদ্বেগজনক হারে বছরের পর বছর ধরে ঘটছে।
তাছাড়া, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে পঞ্চগড় সীমান্তে মো. আল আমিন (৩৬) ও সিলেটের কানাইঘাট সীমান্তে ভারতীয় খাসিয়াদের হামলায় শাহেদ মিয়া (২৫) হত্যার ঘটনায় 'এইচআরএসএস' তীব্র নিন্দা, প্রতিবাদ ও সুষ্ঠু বিচারের আহ্বান জানিয়েছে মানবাধিকার এই সংস্থা।
এদিকে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি বাংলাদেশ ও ভারত সরকারকে আল আমিন, শাহেদ মিয়া, কিশোরী স্বর্ণা দাস ও ফেলানীর হত্যাকাণ্ডের ঘটনাসহ পূর্ববর্তী সকল সীমান্ত হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে জড়িতদেরকে শাস্তির আওতায় আনার আহ্বান জানায়। পাশাপাশি সীমান্ত এলাকায় সমস্ত সীমান্ত ব্যবস্থাপনা কার্যক্রমে মানবাধিকার এবং আন্তর্জাতিক আইনের নীতিগুলিকে মেনে চলতে দুই দেশের সরকারের দৃষ্টি আকর্ষণ করে।

হাসিনার আমলের শেষ দশ বছরে সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষীর গুলিতে কমপক্ষে ৩০৫ জন বাংলাদেশি নিহতের ঘটনা ঘটেছে। এছাড়াও অন্তত ২৮২ জন আহত হয়ছেন । সোমবার মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি কর্তৃক গণমাধ্যমে পাঠানো এক জরিপে এমনটাই দেখা যায়।
দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ এবং হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) এর সংগৃহীত তথ্যের ভিত্তিতে গত ১০ বছরের চিত্র উল্লেখ করে জরিপে বলা হয়, ২০২৪ সালে ২৬ জন নিহত হয়েছেন। তাছাড়া ২০২৩ সালে ৩০ জন ছাড়াও সবথেকে বেশি নিহতের ঘটনা ঘটেছে ২০২০, ১৯ এবং ১৫ সালে। ২০২০ সালে বিএসএফ কর্তৃক ৫১ জন, ২০১৫ সালে ৪৩ জন এবং ১৯ সালে ৪২ জন বাংলাদেশি ভারতীয় সীমান্তরক্ষীর গুলিতে নিহত হয় ।
সংস্থা জানায়, ২০১৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত গত ১০ বছরে সীমান্তে বিএসএফ কর্তৃক কমপক্ষে ৩০৫ জন বাংলাদেশি নিহত এবং অন্তত ২৮২ জন আহত হয়েছেন। সীমান্তে বিএসএফ কর্তৃক শুধু ২০২৪ সালে ৫৭ টি হামলার ঘটনায় ২৬ জন বাংলাদেশি নিহত, ২৫ জন আহত, ৪৭ জন গুলিবিদ্ধ এবং ১৫৮ জন গ্রেফতার হয়েছেন। একইসময়ে সীমান্তে ৯ জন বাংলাদেশির লাশ পাওয়া গেছে যারা ভারতীয় নাগরিক ও খাসিয়াদের হামলায় নিহত হওয়ার অভিযোগ রয়েছে।
এছাড়াও ২০২৫ সালের জানুয়ারি থেকে ৮ই মার্চ পর্যন্ত সীমান্তে বিএসএফ কর্তৃক ১৫ টি হামলার ঘটনায় ৪ জন বাংলাদেশি নিহত, ১০ জন আহত, ৫ জন গুলিবিদ্ধ ও ১৫ জন গ্রেফতার হয়েছেন। এসময় সীমান্তে ভারতীয় নাগরিক ও খাসিয়াদের হামলায় ৩ জন বাংলাদেশি নিহত হয়েছেন। এসকল ঘটনা সীমান্তের নিরাপত্তার ক্ষেত্রে একটি নাজুক পরিস্থিতি নির্দেশ করে। ভারতের বারবার প্রতিশ্রুতি এবং কূটনৈতিক প্রচেষ্টা সত্ত্বেও এই দুঃখজনক ঘটনাগুলি উদ্বেগজনক হারে বছরের পর বছর ধরে ঘটছে।
তাছাড়া, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে পঞ্চগড় সীমান্তে মো. আল আমিন (৩৬) ও সিলেটের কানাইঘাট সীমান্তে ভারতীয় খাসিয়াদের হামলায় শাহেদ মিয়া (২৫) হত্যার ঘটনায় 'এইচআরএসএস' তীব্র নিন্দা, প্রতিবাদ ও সুষ্ঠু বিচারের আহ্বান জানিয়েছে মানবাধিকার এই সংস্থা।
এদিকে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি বাংলাদেশ ও ভারত সরকারকে আল আমিন, শাহেদ মিয়া, কিশোরী স্বর্ণা দাস ও ফেলানীর হত্যাকাণ্ডের ঘটনাসহ পূর্ববর্তী সকল সীমান্ত হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে জড়িতদেরকে শাস্তির আওতায় আনার আহ্বান জানায়। পাশাপাশি সীমান্ত এলাকায় সমস্ত সীমান্ত ব্যবস্থাপনা কার্যক্রমে মানবাধিকার এবং আন্তর্জাতিক আইনের নীতিগুলিকে মেনে চলতে দুই দেশের সরকারের দৃষ্টি আকর্ষণ করে।

ভারতের সঙ্গে সীমান্ত সুরক্ষায় ভূরুঙ্গামারী, থানচি ও মেহেরপুরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নতুন তিনটি ব্যাটালিয়ন গঠন করা হচ্ছে। এই তিন ব্যাটালিয়নসহ বিজিবির জন্য মোট ২ হাজার ২৫৮টি নতুন পদ সৃষ্টি করা হচ্ছে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত-১ শাখা থেকে মঙ্গলবার একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১ ঘণ্টা আগে
পরে অন্য সিনিয়র রিপোর্টারদের সঙ্গে কুশল বিনিময় করেন এ্যানি। এ সময় আমার দেশ-এর ব্যবস্থাপনা সম্পাদক জাহেদ চৌধুরী, বার্তা সম্পাদক ইলিয়াস হোসেন, ভারপ্রাপ্ত চিফ রিপোর্টার বাছির জামাল প্রমুখ উপস্থিত ছিলেন।
১ ঘণ্টা আগে
সেন্টমার্টিন দ্বীপে নৌযান চলাচলের জন্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অনুমোদন নিতে হবে। বুধবার মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগে
তিনি আরো বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে পাঠদানের সময় ও এসেম্বলিতে তামাকের ক্ষতিকারক দিকগুলো তুলে ধরতে হবে। এছাড়া শিক্ষকদের প্রশিক্ষণের সময়েও এ বিষয়ে সচেতনতা গড়ে তুলতে হবে। এ সময় উপদেষ্টা তামাকমুক্ত বিদ্যালয় ক্যাম্পাস গড়ে তুলতে যথাযথ পদক্ষেপ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।
৩ ঘণ্টা আগে