হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইজোনের আশপাশের প্রায় ৩০০ ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদর দফতরে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় সংস্থাটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ সিদ্দিক এই তথ্য জানান।
তিনি বলেন, “ঝুঁকিপূর্ণ ভবনগুলোর বিষয়ে ইতোমধ্যে রাজউককে চিঠি দেওয়া হয়েছে। আশা করছি, তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”
বেবিচক চেয়ারম্যান আরও বলেন, তৃতীয় টার্মিনাল দ্রুততার সঙ্গে চালু করা একটি বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, “সব পক্ষের স্বার্থ রক্ষা করে এটি চালু করাই আমার প্রধান লক্ষ্য।”
দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন, বেবিচকে যে দুর্নীতি হয় না, এটি আমি বলব না। তবে এগুলো রোধে কার্যকর ব্যবস্থা থাকবে। আমার চোখের সামনে কেউ দুর্নীতি করে পার পাবে না। আমরা সৎ থেকে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করব।
এ ছাড়া, কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দ্রুত চালু হবে বলেও তিনি জানান। তিনি বলেন, সেখানে কিছু অবকাঠামোগত কাজ এখনো চলছে।
মতবিনিময় সভায় বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

