
আমার দেশ অনলাইন

৮ নভেম্বরকে ‘গণপ্রকৌশল দিবস’ হিসেবে রাষ্ট্রীয়ভাবে ঘোষণার দাবি জানিয়েছে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)। সংগঠনটি তাদের ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস–২০২৫ উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাজধানীর কাকরাইলে আইডিইবি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। আইডিইবি’র অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী মো. কবীর হোসেন লিখিত বক্তব্য উপস্থাপন করেন।
তিনি জানান, এ বছরের প্রতিষ্ঠাবার্ষিকীর মূল প্রতিপাদ্য— ‘দক্ষ জনশক্তি, দেশ গঠনের মূল ভিত্তি।’ দক্ষ জনশক্তিই দেশের টেকসই অগ্রগতি ও বৈষম্যহীন সমৃদ্ধি নিশ্চিত করতে পারে বলে তিনি মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনে আইডিইবি জানায়, প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটি কারিগরি শিক্ষার প্রসার, নদ-নদী রক্ষা, কৃষি জমি সংরক্ষণ, পরিকল্পিত নগরায়ণ, এবং চতুর্থ শিল্পবিপ্লবের প্রস্তুতিসহ বহু জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে কাজ করে আসছে। তাদের অনেক প্রস্তাব ইতোমধ্যে জাতীয় নীতিতে অন্তর্ভুক্ত হয়েছে।
১৯৭০ সালের ৮ নভেম্বর প্রতিষ্ঠিত আইডিইবি প্রতি বছর দিনটিকে গণপ্রকৌশল দিবস হিসেবে উদযাপন করে আসছে। এবারের সম্মেলন থেকে সরকারকে আনুষ্ঠানিকভাবে দিনটিকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার আহ্বান জানানো হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষিত সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে—৯ নভেম্বর সকালে ঢাকায় বর্ণাঢ্য র্যালি ও র্যালিপূর্ব আলোচনা অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। এছাড়া, ১০ নভেম্বর বিকাল ৪টায় আইডিইবি ভবনে অনুষ্ঠিত হবে মূল প্রতিপাদ্যের উপর সেমিনার, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ৮ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত দেশের সকল জেলায় আইডিইবি জেলা শাখা দপ্তর থেকে জনসাধারণকে ফ্রি প্রযুক্তি পরামর্শ প্রদান করা হবে।
আইডিইবি কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষে আহ্বায়ক প্রকৌশলী মোঃ কবীর হোসেন দেশ ও জাতির কল্যাণে ডিপ্লোমা প্রকৌশলীদের এই আন্দোলনে সকলের সহযোগিতা কামনা করে বক্তব্য শেষ করেন।

৮ নভেম্বরকে ‘গণপ্রকৌশল দিবস’ হিসেবে রাষ্ট্রীয়ভাবে ঘোষণার দাবি জানিয়েছে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)। সংগঠনটি তাদের ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস–২০২৫ উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাজধানীর কাকরাইলে আইডিইবি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। আইডিইবি’র অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী মো. কবীর হোসেন লিখিত বক্তব্য উপস্থাপন করেন।
তিনি জানান, এ বছরের প্রতিষ্ঠাবার্ষিকীর মূল প্রতিপাদ্য— ‘দক্ষ জনশক্তি, দেশ গঠনের মূল ভিত্তি।’ দক্ষ জনশক্তিই দেশের টেকসই অগ্রগতি ও বৈষম্যহীন সমৃদ্ধি নিশ্চিত করতে পারে বলে তিনি মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনে আইডিইবি জানায়, প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটি কারিগরি শিক্ষার প্রসার, নদ-নদী রক্ষা, কৃষি জমি সংরক্ষণ, পরিকল্পিত নগরায়ণ, এবং চতুর্থ শিল্পবিপ্লবের প্রস্তুতিসহ বহু জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে কাজ করে আসছে। তাদের অনেক প্রস্তাব ইতোমধ্যে জাতীয় নীতিতে অন্তর্ভুক্ত হয়েছে।
১৯৭০ সালের ৮ নভেম্বর প্রতিষ্ঠিত আইডিইবি প্রতি বছর দিনটিকে গণপ্রকৌশল দিবস হিসেবে উদযাপন করে আসছে। এবারের সম্মেলন থেকে সরকারকে আনুষ্ঠানিকভাবে দিনটিকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার আহ্বান জানানো হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষিত সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে—৯ নভেম্বর সকালে ঢাকায় বর্ণাঢ্য র্যালি ও র্যালিপূর্ব আলোচনা অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। এছাড়া, ১০ নভেম্বর বিকাল ৪টায় আইডিইবি ভবনে অনুষ্ঠিত হবে মূল প্রতিপাদ্যের উপর সেমিনার, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ৮ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত দেশের সকল জেলায় আইডিইবি জেলা শাখা দপ্তর থেকে জনসাধারণকে ফ্রি প্রযুক্তি পরামর্শ প্রদান করা হবে।
আইডিইবি কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষে আহ্বায়ক প্রকৌশলী মোঃ কবীর হোসেন দেশ ও জাতির কল্যাণে ডিপ্লোমা প্রকৌশলীদের এই আন্দোলনে সকলের সহযোগিতা কামনা করে বক্তব্য শেষ করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিবন্ধীদের ভাবনা জানতে চায় নির্বাচন কমিশন (ইসি)। মূলত তাদের জন্য ভোটদান প্রক্রিয়া সহজ করতেই বৃহস্পতিবার নির্বাচন কমিশন এ উদ্যোগ নেয়।
২ ঘণ্টা আগে
হঠাৎ করে গত ৪ নভেম্বর ২০২৫ তারিখ রাত ১১টার দিকে পত্রিকার প্রকাশিত কিছু সংবাদে দেখা যায়, বিশ্ববিখ্যাত ইসলামি বক্তা ডা. জাকির নায়েকের বাংলাদেশ সফরের অনুমতি আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৬৬টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ ছাড়া, ১৬টি সংস্থার বিষয়ে দাবি-আপত্তি জানতে চেয়ে ১৫ কার্যদিবস সময় দিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।
৩ ঘণ্টা আগে
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে সিন্ডিকেটের মাধ্যমে অতিরিক্ত অর্থ আদায় করে ৫২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে ৬ রিক্রুটিং এজেন্সির ১১ জনের বিরুদ্ধে পৃথক ছয়টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
৪ ঘণ্টা আগে