আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ঢাকা উদ্যানে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন ডিএনসিসি প্রশাসক

আমার দেশ অনলাইন

ঢাকা উদ্যানে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন ডিএনসিসি প্রশাসক

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ৩৩ নং ওয়ার্ডের ঢাকা উদ্যান প্রধান সড়কসহ ব্লক–সি ও ব্লক–ডি এলাকার সড়ক, নর্দমা ও ফুটপাত উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।

বৃহস্পতিবার বিকেলে বেড়িবাধ রাস্তার ঢাকা উদ্যান বাসস্ট্যান্ডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কাজের উদ্বোধন করেন।

বিজ্ঞাপন

মোট ১১ কোটি ২৭ লাখ ৫৭ হাজার টাকার এই প্রকল্প বাস্তবায়ন করবে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স লরিন এন্টারপ্রাইজ।

প্রকল্পের আওতায় ঢাকা উদ্যান প্রধান সড়কের বিদ্যমান নর্দমা লাইন মেরামতের পাশাপাশি ফুটপাত ও রাস্তা উন্নয়ন করা হবে। একই সঙ্গে ব্লক–সি এর প্লট নং ১৫ থেকে ৫ নং সড়ক পর্যন্ত এবং ব্লক–ডি এর ৩ নং সড়ক হোল্ডিং নং ০১ থেকে ৫০/সি পর্যন্ত নর্দমা মেরামত ও রাস্তা সংস্কার করা হবে।

উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে প্রায় ১.৫ কিলোমিটার সড়ক, ১.০৯ কিলোমিটার নর্দমা এবং প্রায় ২ কিলোমিটার ফুটপাত নির্মাণ ও সংস্কারের কাজ করা হবে।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, “এই শহরে সমস্যার শেষ নেই। যেখানেই সমস্যা, সেখানেই আমরা সমাধানের চেষ্টা করছি। ঢাকা উদ্যানে আবাসন অনেকটা অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে, তারপরও আমরা চেষ্টা করছি নাগরিকদের সুবিধার্থে রাস্তা মেরামত ও উন্নয়ন করার।”

তিনি আরও বলেন, “গত ১৫ বছরে কেউ প্রশ্ন করার সুযোগ পায়নি। এখন সময় এসেছে নাগরিকদের অংশগ্রহণে স্বচ্ছতা নিশ্চিত করার। আমরা যদি কোনো ভুল করি, নাগরিকরা আমাদের সংশোধন করবেন, জিজ্ঞেস করবেন—সরকারি টাকাটা আমরা ঠিকভাবে খরচ করছি কি না।”

প্রশাসক জানান, জোন–৫ এলাকার সার্বিক উন্নয়নের জন্য প্রায় এক হাজার কোটি টাকার একটি বড় প্রকল্প গ্রহণের প্রক্রিয়া চলছে। তিনি বলেন, “রাস্তার মাঝখানে কোনো হকার বসতে দেওয়া হবে না। বাড়ির সামনে পরিচ্ছন্নতা বজায় রাখতে সবাইকে সচেতন হতে হবে। শিগগিরই পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে, যাদের বাড়ির সামনে ময়লা পাওয়া যাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

উদ্বোধন অনুষ্ঠানে ডিএনসিসি কর্মকর্তারা, ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন