জুলাই সনদ

প্রধানমন্ত্রীর অনুমোদন ছাড়াই গভর্নরসহ ৬ পদে নিয়োগ দেবেন রাষ্ট্রপতি

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ১৩: ৪৭

জুলাই সনদ অনুযায়ী বাংলাদেশের ব্যাংকের গভর্নরসহ রাষ্ট্রের ৬টি গুরুত্বপূর্ণ পদে প্রধানমন্ত্রী বা অন্য কারো সুপারিশ ছাড়াই নিয়োগ দিতে পারবেন।

বাকী পদগুলো হচ্ছে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও সদস্যগণ, তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার ও কমিশনারগণ, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ও সদস্যগণ, আইন কমিশনের চেয়ারম্যান ও সদস্যগণ, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ও সদস্যগণ।

বিজ্ঞাপন

জুলাই সনদ অনুযায়ী প্রধানমন্ত্রীর এই ক্ষমতা খর্ব করা হয়েছে। বর্তমান আইনে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগ দিতে পারেন। বাকী এই সব পদসহ যে কোনো নিয়োগে প্রধানমন্ত্রীর সুপারিশের প্রয়োজন রয়েছে।

শুক্রবার বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলের নেতারা বহুল আলোচিত জুলাই সনদ স্বাক্ষর করেন। যা ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে জনগণের ত্যাগ ও রক্তদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রণীত নতুন রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে গণ্য হচ্ছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত