রাজধানী ঢাকায় গত ১০ মাসে ১৯৮টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সে হিসাবে প্রতি মাসে গড়ে ২০টির মতো হত্যাকাণ্ড ঘটে।
পারিবারিক কলহ, পূর্বশত্রুতা, রাজনৈতিক দ্বন্দ্ব, আধিপত্য বিস্তারসহ নানাকরণে এসব হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে এ তথ্য জানান ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি বলেন, প্রতি মাসে রাজধানীতে গড়ে ২০টি মতো হত্যাকাণ্ড সংঘটিত হয়। চলতি বছরেও গড়ে এই হারে হত্যাকাণ্ড ঘটেছে। তবে বেশিরভাগ ঘটনার রহস্য উদ্ঘাটন করা হয়েছে। পারিবারিক কলহ, পূর্বশত্রুতা, রাজনৈতিক দ্বন্দ্ব, আধিপত্য বিস্তারসহ নানাকরণে এসব হত্যাকাণ্ড ঘটে।
পুলিশ কর্মকর্তা তালেবুর রহমান জানান, পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যার ঘটনায় পুলিশ বিস্তারিত অনুসন্ধান করছে। এখন পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যায় জড়িত বাকি দুইজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বাকিদের গ্রেপ্তারের পর হত্যার মূল কারণ জানা যাবে বলেও জানান তালেবুর রহমান। তবে এখনো এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়নি বলেও জানান তিনি।

