সেপ্টেম্বরকে মাদকবিরোধী মাস বলে ঘোষণা কারা অধিদপ্তরের

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২১: ০২
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২১: ১৮

সেপ্টেম্বর ২০২৫-কে ‘মাদকবিরোধী কার্যক্রমের মাসঘোষণা করেছে বাংলাদেশ কারা অধিদপ্তর । এ উপলক্ষে দেশের সব কারাগারে মাদকবিরোধী নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

মঙ্গলবার কারা অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান বিশ্বে মাদকের ভয়াবহতা প্রকট রূপ নিয়েছে। বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটেও মাদকের প্রভাব উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। দেশের কারাগারসমূহও এই ক্ষতিকর প্রভাব থেকে বাইরে নয়। এমন পরিস্থিতিতে বাংলাদেশ জেল মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। এর অংশ হিসেবে কারা এলাকায় মাদক নির্মূলে স্থানীয় কারা প্রশাসন, সংশ্লিষ্ট জেলা প্রশাসন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহায়তায় নানাবিধ কার্যক্রম গ্রহণ করছে।

উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে রয়েছে আগত দর্শনার্থী ও কারাভ্যন্তরে প্রবেশকালে সকল বন্দি এবং কারা কর্মকর্তা, কর্মচারীদের বিশেষ তল্লাশি এবং কারারক্ষী, বন্দি, আগত দর্শনার্থীদের জন্য মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রম।

জানা গেছে, এছাড়া এ কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষে সম্প্রতি কারা অধিদপ্তর নিজস্ব ডোপ টেস্টের মাধ্যমে সন্দেহভাজন কারা বন্দি/কর্মচারীদের ডোপ টেস্ট করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যাতে সম্ভাব্য মাদকসেবীদের চিহ্নিত করে তাদের অধিকতর নজরদারি এবং প্রশাসনিক ব্যবস্থার আওতায় আনা যায়।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত