গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চার জনের কাছ থেকে ১০২ টি ফোন আটক করেছ বিমানবন্দর কাস্টমস এবং বিমান পরিবহন নিরাপত্তা (এ্যাভসেক) বাহিনীর সদস্যরা। সোমবার (১ ডিসেম্বর) সকাল ১১ টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিজি -১৪৮ দুবাই-চট্টগ্রাম-ঢাকা ফ্লাইটে চট্টগ্রাম হয়ে ঢাকা অবতরণ করলে, যাত্রীদের বিশেষ নজরদারিতে রাখে কাস্টমস এবং এ্যাভসেক সদস্যরা।
বিমানবন্দরের ‘গ্রীন চ্যানেল’ তথা কাস্টমস ক্লিয়ারেন্স এলাকা অতিক্রম করার সময় তল্লাশী করে ৪ জন মহিলা যাত্রীর কাছ থেকে ৩৫ টি আইফোন ১৭ প্র-ম্যাক্স, ৫৫ টি আইফোন ফিফটিন এবং ১২ টি গুগল পিক্সেলসহ মোট ১০২ টি মোবাইল পান নিরাপত্ত কর্মীরা। পরবর্তীতে যাত্রীরা ফোনগুলো সম্পর্কে কোনো তথ্য না দিতে পারলে বিমানবন্দর কাস্টমস ৯৮ টি মোবাইল ফোন জব্দ করেন। আটকৃত ফোনগুলোর আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৭৬ লাখ ৪০ হাজার টাকা ।
উল্লেখ্য, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে প্রতিনিয়ত চোরাকারবারিরা বিভিন্ন সময় স্বর্ণ, মোবাইল, সিগারেট পাচার করে থাকে। বিশেষত যেসব বিমান দুবাইয়ের শারজাহ থেকে ঢাকায় আসে, সেসব বিমানেই চোরাচালান বেশি হয়ে থাকে। বিভিন্ন সময় বিমানবন্দরের কাষ্টমস ও অন্য সংস্থা এদেরকে ধরতে পারলেও, অনেক সময়ই তাদের ধরা সম্ভব হয় না। কেননা চোরাকারবারি প্রতিনিয়তই তাদের কৌশল পরিবর্তন করে। দুবাই, শারজাহর যে সব বিমান চট্রগাম হয়ে আসে, সেসব বিমানে চোরাকারবারিরা চট্রগাম থেকে তাদের নিজস্ব কিছু লোক ঢাকা আসার জন্য ওঠে এবং বিমানের মধ্যেই কৌশলে স্বর্ণ, মোবইল হস্তান্তর করে থাকে।

