
স্মার্টফোনে সিনেমাটিক ভিডিও
উন্নত সেন্সর, অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন, AI প্রসেসিং সব মিলিয়ে স্মার্টফোন এখন এক ধরনের ক্ষুদ্রাকৃতির ফিল্ম স্টুডিও। তবে শুধু ভালো ফোন থাকলেই সিনেমাটিক ভিডিও হবে না। প্রয়োজন কিছু কৌশল, চোখ ও গল্প দেখার ক্ষমতা। আর সে কারণেই স্মার্টফোন ভিডিওগ্রাফি তরুণদের মধ্যে আলাদা একটি শিল্প হিসেবে গড়ে উঠছে।














