আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভ্রমণপ্রেমীদের স্মার্টফোন ‘ভি৬০ লাইট’

তথ্যপ্রযুক্তি ডেস্ক

ভ্রমণপ্রেমীদের স্মার্টফোন ‘ভি৬০ লাইট’

ভ্রমণপ্রেমীদের জন্য ভিভোর নতুন স্মার্টফোন ভি৬০—এমনটাই দাবি কোম্পানিটির। ভিভো জানাচ্ছে, প্রফেশনাল ট্রাভেল পোর্ট্রেট, শক্তিশালী প্রসেসর এবং ম্যাসিভ ব্যাটারি রয়েছে। এর থার্ড জেনারেশন অরা লাইট, সনি আইএমএক্স৮৮২ সেন্সরের ৫০ মেগাপিক্সেল ক্যামেরা ও এআই মাস্টার এইচডি অ্যালগরিদমের সমন্বয়ে যেকোনো জায়গায় যেকোনো আলোয় তুলে স্পষ্ট ও নিখুঁত ছবি।

এআই ইমেজ স্টুডিওতে এবার যোগ হয়েছে নতুন এআই ফর সিজন পোর্ট্রেট মোড, যা এক ছবিতেই চারটি ভিন্ন ঋতুর সৌন্দর্য ফুটিয়ে তোলে। উন্নত এআই ইরেজ ৩.০ ট্যুরিস্ট স্পটে ভিড়ের মধ্যেও তোলা ছবি থেকে অনাকাঙ্ক্ষিত বস্তু সহজে সরিয়ে দেয়। মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩৬০ টার্বো প্রসেসর গেমিং ও পারফরম্যান্সে দিচ্ছে আরো দ্রুত এবং স্মুথ অভিজ্ঞতা। ৪ ন্যানোমিটার প্রযুক্তিনির্ভর এই চিপসেট নিশ্চিত করে ৯০এফপিএস পর্যন্ত ফাস্ট রেসপন্স।

বিজ্ঞাপন

এছাড়া ১২ জিবি র‍্যাম এবং অতিরিক্ত ১২ জিবি এক্সটেন্ডেড র‍্যাম, যা একাধিক অ্যাপ একসঙ্গে চালিয়েও ফোনকে রাখে ল্যাগমুক্ত। এতে আরো রয়েছে ৬৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্লুভোল্ট ব্যাটারি, যা দেয় দুশ্চিন্তামুক্ত একটি দিন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাল্টিটাস্কিংয়ে এটি শক্তিশালী ব্যাকআপ দেয়। স্মার্টফোনটির ১২ জিবি র‌্যামের ফাইভ-জি ভ্যারিয়েন্টের মূল্য ৪৩,৯৯৯ টাকা। অন্যদিকে ৮ জিবি র‌্যামের ফোর-জি ভ্যারিয়েন্টের মূল্য ৩৪,৯৯৯ টাকা। সঙ্গে থাকছে ২৫৬ জিবি রম।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...