সুমাইয়া ইয়াসমিন সুম্মু
আমরা অনেকেই কম্পিউটার বা স্মার্টফোন ব্যবহার করি। কিন্তু একটি সাধারণ নোটিফিকেশনকে বারবার এড়িয়ে যাই, ‘সফটওয়্যার আপডেট available।’ এমন নোটিফিকেশন এলেও অনেক সময় ব্যস্ততার কারণে, কখনো আবার ডেটা খরচ বা সময় বাঁচানোর জন্য আমরা আপডেট দিতে চাই না। কিন্তু জানেন কি, এই অবহেলার ফল হতে পারে ভয়াবহ? নিয়মিত সফটওয়্যার আপডেট না করলে শুধু ডিভাইস নয়। ব্যক্তিগত তথ্য ও গোপনীয়তাও মারাত্মক ঝুঁকির মুখে পড়ে।
প্রথমত, সাইবার হামলার ঝুঁকি বাড়ে। হ্যাকাররা সবসময় সফটওয়্যারের দুর্বল দিক খুঁজে বেড়ায়। পুরোনো সফটওয়্যারে যদি কোনো নিরাপত্তা ফাঁক থেকে যায়, তা ব্যবহার করেই তারা ম্যালওয়ার, ভাইরাস বা র্যানসমওয়্যার ছড়িয়ে দেয়। নিয়মিত আপডেট হলে সেই ফাঁকগুলো ডেভেলপাররা বন্ধ করে দেন। কিন্তু আপডেট না করলে ব্যবহারকারীর ডিভাইস সহজ শিকারে পরিণত হয়।
দ্বিতীয়ত, ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার আশঙ্কা থাকে। ব্যাংক অ্যাপ, ইমেইল বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করার সময় ডেটা সুরক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। পুরোনো সফটওয়্যারে যদি এনক্রিপশনে দুর্বলতা থাকে। তবে হ্যাকাররা সহজেই আপনার পাসওয়ার্ড, ব্যাংক তথ্য কিংবা ব্যক্তিগত ছবি-ভিডিও হাতিয়ে নিতে পারে। তৃতীয়ত, ডিভাইসের কর্মক্ষমতা কমে যায়। সফটওয়্যার আপডেটে শুধু নিরাপত্তা নয়। অনেক বাগ ফিক্স ও পারফরম্যান্স উন্নত করার ফিচারও থাকে। এগুলো না করলে অ্যাপ ক্র্যাশ করে। ডিভাইস ধীর হয়ে যায় এবং ব্যবহার অভিজ্ঞতা বিরক্তিকর হয়ে ওঠে।
চতুর্থত, নতুন ফিচার থেকে বঞ্চিত হন। অনেক সময় সফটওয়্যার আপডেটে এমন সব নতুন সুবিধা যুক্ত হয়, যা ব্যবহারকারীর কাজকে আরো সহজ করে। উদাহরণস্বরূপ, মোবাইল অপারেটিং সিস্টেমের আপডেটে উন্নত ক্যামেরা ফিচার, ব্যাটারি অপ্টিমাইজেশন বা নিরাপদ লগইনের ব্যবস্থা আসে। আপডেট না করলে আপনি এগুলো থেকে বঞ্চিত থাকবেন।
এছাড়া, আইনগত ও প্রাতিষ্ঠানিক ঝুঁকিও রয়েছে। বিশেষ করে করপোরেট বা অফিস পরিবেশে পুরোনো সফটওয়্যার ব্যবহার করলে তথ্য ফাঁস হয়ে প্রতিষ্ঠান বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে। অনেক সময় ডেটা প্রোটেকশন আইন অনুযায়ী পুরোনো বা দুর্বল সফটওয়্যার ব্যবহারের কারণে প্রতিষ্ঠানকে জরিমানাও গুনতে হয়।
সবশেষে বলা যায়, সফটওয়্যার আপডেট শুধু একটি প্রযুক্তিগত প্রক্রিয়া নয়। এটি আসলে সাইবার নিরাপত্তা ও ব্যক্তিগত সুরক্ষার মূল চাবিকাঠি। আমরা যেমন শরীর সুস্থ রাখতে নিয়মিত চেকআপ করি। তেমনি ডিভাইস সুস্থ রাখতে সফটওয়্যার আপডেট করাও অপরিহার্য। তাই ‘Update later’ বোতামে চাপ দিয়ে ঝুঁকি বাড়ানোর বদলে এখনই অভ্যাস করুন নিয়মিত আপডেট দেওয়ার। এতে ডিভাইস থাকবে দ্রুতগতি। তথ্য থাকবে সুরক্ষিত আর আপনার ডিজিটাল জীবন হবে নিশ্চিন্ত।
আমরা অনেকেই কম্পিউটার বা স্মার্টফোন ব্যবহার করি। কিন্তু একটি সাধারণ নোটিফিকেশনকে বারবার এড়িয়ে যাই, ‘সফটওয়্যার আপডেট available।’ এমন নোটিফিকেশন এলেও অনেক সময় ব্যস্ততার কারণে, কখনো আবার ডেটা খরচ বা সময় বাঁচানোর জন্য আমরা আপডেট দিতে চাই না। কিন্তু জানেন কি, এই অবহেলার ফল হতে পারে ভয়াবহ? নিয়মিত সফটওয়্যার আপডেট না করলে শুধু ডিভাইস নয়। ব্যক্তিগত তথ্য ও গোপনীয়তাও মারাত্মক ঝুঁকির মুখে পড়ে।
প্রথমত, সাইবার হামলার ঝুঁকি বাড়ে। হ্যাকাররা সবসময় সফটওয়্যারের দুর্বল দিক খুঁজে বেড়ায়। পুরোনো সফটওয়্যারে যদি কোনো নিরাপত্তা ফাঁক থেকে যায়, তা ব্যবহার করেই তারা ম্যালওয়ার, ভাইরাস বা র্যানসমওয়্যার ছড়িয়ে দেয়। নিয়মিত আপডেট হলে সেই ফাঁকগুলো ডেভেলপাররা বন্ধ করে দেন। কিন্তু আপডেট না করলে ব্যবহারকারীর ডিভাইস সহজ শিকারে পরিণত হয়।
দ্বিতীয়ত, ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার আশঙ্কা থাকে। ব্যাংক অ্যাপ, ইমেইল বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করার সময় ডেটা সুরক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। পুরোনো সফটওয়্যারে যদি এনক্রিপশনে দুর্বলতা থাকে। তবে হ্যাকাররা সহজেই আপনার পাসওয়ার্ড, ব্যাংক তথ্য কিংবা ব্যক্তিগত ছবি-ভিডিও হাতিয়ে নিতে পারে। তৃতীয়ত, ডিভাইসের কর্মক্ষমতা কমে যায়। সফটওয়্যার আপডেটে শুধু নিরাপত্তা নয়। অনেক বাগ ফিক্স ও পারফরম্যান্স উন্নত করার ফিচারও থাকে। এগুলো না করলে অ্যাপ ক্র্যাশ করে। ডিভাইস ধীর হয়ে যায় এবং ব্যবহার অভিজ্ঞতা বিরক্তিকর হয়ে ওঠে।
চতুর্থত, নতুন ফিচার থেকে বঞ্চিত হন। অনেক সময় সফটওয়্যার আপডেটে এমন সব নতুন সুবিধা যুক্ত হয়, যা ব্যবহারকারীর কাজকে আরো সহজ করে। উদাহরণস্বরূপ, মোবাইল অপারেটিং সিস্টেমের আপডেটে উন্নত ক্যামেরা ফিচার, ব্যাটারি অপ্টিমাইজেশন বা নিরাপদ লগইনের ব্যবস্থা আসে। আপডেট না করলে আপনি এগুলো থেকে বঞ্চিত থাকবেন।
এছাড়া, আইনগত ও প্রাতিষ্ঠানিক ঝুঁকিও রয়েছে। বিশেষ করে করপোরেট বা অফিস পরিবেশে পুরোনো সফটওয়্যার ব্যবহার করলে তথ্য ফাঁস হয়ে প্রতিষ্ঠান বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে। অনেক সময় ডেটা প্রোটেকশন আইন অনুযায়ী পুরোনো বা দুর্বল সফটওয়্যার ব্যবহারের কারণে প্রতিষ্ঠানকে জরিমানাও গুনতে হয়।
সবশেষে বলা যায়, সফটওয়্যার আপডেট শুধু একটি প্রযুক্তিগত প্রক্রিয়া নয়। এটি আসলে সাইবার নিরাপত্তা ও ব্যক্তিগত সুরক্ষার মূল চাবিকাঠি। আমরা যেমন শরীর সুস্থ রাখতে নিয়মিত চেকআপ করি। তেমনি ডিভাইস সুস্থ রাখতে সফটওয়্যার আপডেট করাও অপরিহার্য। তাই ‘Update later’ বোতামে চাপ দিয়ে ঝুঁকি বাড়ানোর বদলে এখনই অভ্যাস করুন নিয়মিত আপডেট দেওয়ার। এতে ডিভাইস থাকবে দ্রুতগতি। তথ্য থাকবে সুরক্ষিত আর আপনার ডিজিটাল জীবন হবে নিশ্চিন্ত।
সংগঠনের তথ্য, উপহার প্রদান, অনুভূতি বক্স এবং মেহেদি দেওয়ার জন্য উৎসবের ছাউনিতে চারটি আলাদা বুথ। সেখানে ছিল নারী শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। আয়োজকরা নতুন সদস্য আহ্বান ও প্রচারপত্র বিলি করেন। ফটকের সামনে একটি ব্যানারে লেখা, ‛প্রিয় ভাইয়েরা, ভেতরে প্রবেশ ও উঁকি মারা থেকে বিরত থাকুন।’
১৬ মিনিট আগেজগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীন বলেছেন, ছাত্রদল নেতা ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী জোবায়েদ হোসাইন হত্যাকাণ্ডে প্রকৃত অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে—কেউ যেন আইনের ফাঁক দিয়ে কেউ বেরিয়ে না যায়।
১ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইতিহাস বিভাগের শিক্ষার্থী রিয়াদ হাসানের সামাজিক যোগাযোগমাধ্যমে বোরকা ও পর্দাশীল নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ উঠেছে। এই মন্তব্যের নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা।
২ ঘণ্টা আগেসমাবেশে জোবায়েদের সহপাঠী সজল খান বলেন, “পুলিশ এখনো বর্ষার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করেনি। শুধু বর্ষা ও মাহির নয়, এই ঘটনায় বর্ষার পরিবারও জড়িত। গতকাল আদালতে আমাদের সঙ্গে পুলিশের আচরণ ছিল অমানবিক। আমাদের এক বান্ধবী ভিডিও করতে গেলে তার ফোন কেড়ে নেওয়া হয়। আমরা পুলিশের এই আচরণের তীব্র নিন্দা জানাই।”
২ ঘণ্টা আগে