কোন স্মার্টফোনের ক্যামেরা সেরা

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ১০: ৫৫

বর্তমান সময়ে স্মার্টফোনের ক্যামেরা বেশির ভাগ গ্রাহকদের অগ্রাধিকার। জীবনের প্রতিটি মুহূর্ত ধারণ করতে স্মার্টফোনে প্রয়োজন উন্নতমানের ক্যামেরা। ফোন কেনার সময় তাই অনেকে দ্বিধায় ভোগেন। ২০২৫ সালে এসে কোন ফোনের ক্যামেরা সবচেয়ে ভালো, তা নিয়েই আজকের আলোচনা।

বিজ্ঞাপন

২০২৫ সালে বাজারে আসা আইফোন ১৭ প্রো ম্যাক্স, স্যামসাং গ্যালাক্সি এস২৫ আলট্রা এবং গুগল পিক্সেল ১০ প্রো এক্সএলের ক্যামেরা পরীক্ষা করে স্কোর দিয়েছে আন্তর্জাতিক প্রতিষ্ঠান ডিএক্সওমার্ক।

আইফোন ১৭ প্রো ম্যাক্স

এই ফোনের ক্যামেরা স্কোর ১৬৩, যা শীর্ষে রয়েছে। ফোনটির প্রধান ক্যামেরা ৫০ মেগাপিক্সেল, আলট্রাওয়াইড ৪৮ মেগাপিক্সেল এবং টেলিফটো ৪৮ মেগাপিক্সেল। ফ্রন্ট বা সেলফি ক্যামেরা ১৮ মেগাপিক্সেল। ভিডিওগ্রাফি এবং সেলফিতে এই ফোনের পারফরম্যান্স ডিএক্সওমার্কের তথ্য অনুযায়ী শীর্ষে।

স্যামসাং গ্যালাক্সি এস২৫ আলট্রা

ডিএক্সওমার্ক স্কোরে এটি ১৪৬ পেয়েছে। প্রধান ক্যামেরা ২০০ মেগাপিক্সেল, আলট্রাওয়াইড ৫০ মেগাপিক্সেল এবং টেলিফটোতে দুটি লেন্স ১০ মেগাপিক্সেল (৩এক্স জুম) ও ৫০ মেগাপিক্সেল (১০এক্স জুম)। কোয়াড টেলি সিস্টেম ব্যবহারকারীদের ১০এক্স অপটিক্যাল জুম এবং ব্যাকগ্রাউন্ড বিভাজনের সুবিধা দেয়। জুম এবং বহুমুখী লেন্স ব্যবহারের জন্য এটি অনেকের কাছে আকর্ষণীয়।

গুগল পিক্সেল ১০ প্রো এক্সএল

ডিএক্সওমার্ক এর তথ্য অনুযায়ী এর স্কোর ১৬৩। প্রধান ক্যামেরা ৫০ মেগাপিক্সেল, আলট্রাওয়াইড ৪৮ মেগাপিক্সেল এবং টেলিফটো ৪৮ মেগাপিক্সেল। সেলফি ক্যামেরা ১৮ মেগাপিক্সেল। ক্যামেরা কোচ, নাইট সাইট এবং অ্যাস্ট্রোফটোগ্রাফি প্রযুক্তি কম আলোতে ছবি এবং রাতের আকাশের ছবি তুলতে অসাধারণ সুবিধা দেয়। প্রো রেস জুম দূরের দৃশ্যও প্রায় পেশাদার মানের ছবি তুলতে সাহায্য করে।

ডিএক্সওমার্কের স্কোর অনুযায়ী, আইফোন ১৭ প্রো ম্যাক্স এবং পিক্সেল ১০ প্রো এক্সএল উভয়ই সমান স্কোর অর্জন করেছে। তবে ভিডিও এবং কম আলোতে পারফরম্যান্সে পার্থক্য রয়েছে।

স্যামসাং গ্যালাক্সি এস২৫ আলট্রা তুলনামূলকভাবে কম স্কোর পেলেও এর উন্নত জুম এবং উচ্চ রেজোলিউশন সেন্সরের কারণে অনেক ব্যবহারকারীর পছন্দের ফোন এটি। তবে ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী ভিডিওগ্রাফি, কম আলোতে ছবি, জুম বা বহুমুখী ফটোগ্রাফি এই তিনটি ফোনকেই এককভাবে এগিয়ে রাখে। সূত্র: ডিএক্সওমার্ক

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত