আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রাজধানীতে গুলিতে কনস্ট্রাকশন সাইট ম্যানেজার গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার

রাজধানীতে গুলিতে কনস্ট্রাকশন সাইট ম্যানেজার গুলিবিদ্ধ

মহাখালী টিবি গেটের পাশে নির্মাণাধীন নার্সিং ইনস্টিটিউটের কনস্ট্রাকশন সাইট ম্যানেজার মো. নাজিমুদ্দিন (৪২) সন্ত্রাসীদের গুলিতে আহত হয়েছেন। রোববার বিকাল সাড়ে তিনটার দিকে ঘটনাটি ঘটে। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আহত নাজিমুদ্দিন জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

বিজ্ঞাপন

আহতের ছোট ভাই আজিমউদ্দিন জানান, নাজিমুদ্দিন মহাখালীতে নার্সিং ইনস্টিটিউটের নির্মাণকাজে সাইট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি আরও জানান, বিকেলে ৮–১০ জন সন্ত্রাসী মুখে মাস্ক পরিহিত অবস্থায় ইঞ্জিনিয়ারকে খোঁজ করে এবং তাকে মারধর করে। যাওয়ার সময় গুলি করে পালিয়ে যায়। গুলিটি তার বাম পায়ের হাঁটুর এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে যায়। পরে আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।

নাজিমুদ্দিন নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার খানপুর এলাকার আমিনুল্লাহ চৌধুরীর ছেলে। বর্তমানে তিনি নাখালপাড়ায় বসবাস করছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর

খুঁজুন