তামাকজাত পণ্যের কর ও মূল্য বৃদ্ধির দাবি

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৬ মে ২০২৫, ১৪: ০৫
আপডেট : ০৬ মে ২০২৫, ১৪: ০৬

২০২৫-২৬ অর্থবছরে বাজেটে তামাকজাত পণ্যের কর ও মূল্য বৃদ্ধির দাবি জানিয়েছে তামাকবিরোধী তরুণ ফোরাম। মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে নারী মৈত্রী আয়োজিত মানববন্ধনে এ দাবি জানান তারা।

বিজ্ঞাপন

এসময় ফোরামের সদস্যরা বলেন, চার স্তরের (নিম্ন, মধ্যম, উচ্চ ও প্রিমিয়াম) সিগারেট কাঠামো কার্যকরভাবে কাজ করছে না। বিশেষ করে নিম্ন ও মধ্যম স্তরের সিগারেটের দামের পার্থক্য খুব সামান্য হওয়ায় ভোক্তারা সহজেই এক স্তর থেকে অন্য স্তরে যেতে পারছে।

নারী মৈত্রীর প্রোজেক্ট কো-অর্ডিনেটর নাসরিন আক্তার বলেন, তামাকজাত পণ্যের সহজলভ্যতা তরুণ প্রজন্ম ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য মারাত্মক হুমকি। তাছাড়া নিম্ন ও মধ্যম স্তরের সিগারেট একত্রিত করে দাম বাড়ানো হলে দরিদ্র ও তরুণ জনগোষ্ঠী ধূমপান থেকে বিরত থাকবে। এজন্য এই অর্থ বছরে তামাকজাত পণ্যের দাম বাড়ানোর বিকল্প নেই।

‘জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক পণ্যে কার্যকর কর ও মূল্য বৃদ্ধির দাবি’ শীর্ষক মানববন্ধনে সংগঠনটির সদস্য ছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত