বিশ্ব পর্যটন দিবস আজ

এখনো শিল্প হয়ে উঠতে পারেনি পর্যটন খাত

কবিতা
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯: ০৩

বিশ্ব পর্যটন দিবস আজ। এবারের প্রতিপাদ্য ‘টেকসই উন্নয়নে পর্যটন’। বাংলাদেশেও নানা আয়োজনে দিবসটি পালিত হচ্ছে। এর মধ্য দিয়ে দেশের পর্যটনকে তুলে ধরাই মূললক্ষ্য বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে দেশে পর্যটন এখনো শিল্প হিসেবে গড়ে উঠতে পারেনি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

রাজনৈতিক অস্থিতিশীলতা, পর্যটনবান্ধব পরিবেশ ও নিরাপত্তার অভাবে বিদেশি পর্যটকরা দেশে আসতে আগ্রহ হারাচ্ছেন। অন্যদিকে অভ্যন্তরীণ পর্যটকদের সংখ্যা বাড়ছে। এ খাতকে আরো আকর্ষণীয় ও লাভজনক করতে দেশ-বিদেশে আমাদের ‘পর্যটন পণ্যগুলোকে’ তুলে ধরতে গুরুত্ব দেওয়া হচ্ছে। এজন্য প্রয়োজন প্রচার।

বিজ্ঞাপন

সূত্র জানায়, গত অর্থবছরে ট্রাভেল এজেন্সিগুলো থেকে সাড়ে সাত কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে, যা আমাদের লক্ষ্যমাত্রার চেয়েও ১০ শতাংশ বেশি।

বর্তমান সরকার পর্যটনশিল্পের বিকাশে কঠোর পদক্ষেপ নিয়েছে। গত এক বছরে সরকারের লক্ষ্য ছিল টেকসই উন্নয়ন, সুশাসন, আধুনিকায়ন ও গতিশীলতা নিশ্চিত করা। সূত্র জানায়, কমিউনিটিভিত্তিক পর্যটন, নিরাপদ হাওর, পর্যটন এবং দায়িত্বশীল সামুদ্রিক পর্যটনের ওপর নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। ‘স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনার পর ২০১০ সালের পর্যটন নীতি হালনাগাদ করে ২০২৫ সালের পর্যটন নীতির খসড়া তৈরি করা হয়েছে। খসড়াটিতে এখনো সবার মতামত নেওয়া হচ্ছে।

জানতে চাইলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সচিব ও পর্যটন বোর্ডের সাবেক চেয়ারম্যান শফিক আলম মেহেদী আমার দেশকে বলেন, ‘সরকারের উদ্যোগ ও উদোক্তাÑ দুটিরই ঘাটতি আছে। এটি অনেক আগে থেকেই হয়ে আসছে। সরকারের পক্ষ থেকে থার্স্ট সেক্টর হিসেবে যে গুরুত্ব দেওয়া হয়ে থাকে, আমাদের দেশের পর্যটনকে সে গুরুত্ব দেওয়া হয় না। অনুকূল পর্যটন পরিবেশ আমরা নিশ্চিত করতে পারিনি। ভ্রমণটা এখনো আমাদের অনুকূল নয়।’ তিনি বলেন, পর্যটনের বিকাশের জন্য উন্মুক্ত কিছু নীতিরও প্রয়োজন হয়। পর্যটনবান্ধব বিনোদন ব্যবস্থা লাগে। তারপর আমাদের যে প্রাকৃতিক সাংস্কৃতি ঐতিহাসিক ঐতিহ্যকে সংরক্ষণ করার পাশাপাশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যাতায়াত ব্যবস্থা ভালো করতে হবে। উদ্যোক্তাদের মধ্যে সমন্বয় করতে হবে।’

শফিক আলম মেহেদী আরো বলেন, ‘আমাদের যোগাযোগ অবকাঠামোগত সমস্যা রয়েছে। স্থিতিশীল রাজনৈতিক পরিবেশও প্রয়োজন। দেশ-বিদেশে পর্যটনপণ্য নিয়ে প্রচার করতে হবে। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড গঠনের সময় ৬১টি বিষয় তালিকাভুক্তি করা হয়েছিল । এর মধ্যে ছিল প্রত্নতাত্ত্বিক নিদর্শনÑমসজিদ ও মিনার। পৃথিবীর দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজার, ম্যানগ্রোভ বন সুন্দরবন, পাহাড়, নদী। পর্যটন আকর্ষণ প্রচারের খুব ঘাটতি রয়েছে। পর্যটন আকর্ষণ জায়গাগুলোকে আমরা বিশ্বের দরবারে পরিচিত করতে পারছি না। সরকারি-বেসরকারি উদ্যোক্তাদের সমন্বয়ের অভাব রয়েছে।’

শিল্পের উন্নয়নে তরুণ প্রজন্মকে এগিয়ে

আসতে হবে : প্রধান উপদেষ্টা

দিবসটি উপলক্ষে বাণী দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। গতকাল বাণীতে তিনি বলেন, ‘পর্যটন খাতে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম সম্ভাবনাময় দেশ। এ শিল্পের যথাযথ বিকাশ নিশ্চিতে আমাদের তরুণ প্রজন্মকে এর উন্নয়নে এগিয়ে আসতে হবে।’ তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী নতুন বাংলাদেশে আমি আশা করি, পর্যটনের সম্ভাবনাকে কাজে লাগিয়ে বেকারত্ব ও দারিদ্র্যবিমোচনের পাশাপাশি পরিবেশগত অবক্ষয় রোধে সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল অবদান রাখবেন।’

বেসামরিক বিমান পরিবহন ও

পর্যটন উপদেষ্টার বাণী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন গতকাল দিবসটি উপলক্ষে দেওয়া বাণীতে বলেছেন, যথাযযোগ্য মর্যাদায় আনন্দঘন পরিবেশে দিবসটি পালিত হবে। এ উপলক্ষে আগারগাঁও পর্যটন কার্যালয়ের সামনে সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাইকেল র‌্যালির আয়োজন করা হয়েছে। এতিম শিশুদের জন্য লালবাগ কেল্লায় সফর ও সাস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উপদেষ্টা বলেন, ‘আমরা পর্যটকদের ভ্রমণ আনন্দময় ও নিরাপদ করার জন্য ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্সি, হোটেল, মোটেল, রিসোর্টে একটি দায়িত্বশীল আচরণবিধি প্রণয়ন করেছি। তিনি বাণীতে দেশের মানুষকে বেশি বেশি ভ্রমণ করার জন্য উৎসাহিত করেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত