
আমার দেশ অনলাইন

জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়ন বিষয়ে বৃহস্পতিবার দুপুর আড়াইটায় জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ভাষণ দেবেন। এটি বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ ও বাংলাদেশ বেতারে সম্প্রচারিত হবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, ভাষণে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশসহ গণভোটের বিষয়ে চূড়ান্ত ঘোষণা দিতে পারেন প্রধান উপদেষ্টা।
আরো জানা যায়, আজকে উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে। প্রধান উপদেষ্টার ভাষণের পর আগামী সপ্তাহের শুরুতে ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ-২০২৫’ জারি হতে পারে। তবে আদেশ রাষ্ট্রপতি জারি করবেন, নাকি প্রধান উপদেষ্টা জারি করবেন তা চূড়ান্তের পর জানা যাবে। বৈঠকে বিষয়টির আইনি দিক পর্যালোচনা করা হবে। আইনগত কোনো জটিলতা না থাকলে প্রধান উপদেষ্টাই জারি করবেন জুলাই সনদ বাস্তবায়ন আদেশ। না হলে রাষ্ট্রপতির মাধ্যমেই আদেশ জারি করা হবে।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রধান উপদেষ্টার এই ভাষণ খুবই সংক্ষিপ্ত হবে। সচরাচর জাতির উদ্দেশে দেওয়া ভাষণ সম্প্রচারের আগে রেকর্ড হয়ে থাকলেও আজ সরাসরি সম্প্রচার হবে। জুলাই আদেশ বাস্তবায়ন সম্পর্কিত উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তই তিনি ভাষণ আকারে পাঠ করবেন। জুলাই সনদের বিষয় ছাড়াও তার ভাষণে ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন এবং মানবতাবিরোধী অপরাধের বিচার প্রসঙ্গও আসতে পারে।

জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়ন বিষয়ে বৃহস্পতিবার দুপুর আড়াইটায় জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ভাষণ দেবেন। এটি বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ ও বাংলাদেশ বেতারে সম্প্রচারিত হবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, ভাষণে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশসহ গণভোটের বিষয়ে চূড়ান্ত ঘোষণা দিতে পারেন প্রধান উপদেষ্টা।
আরো জানা যায়, আজকে উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে। প্রধান উপদেষ্টার ভাষণের পর আগামী সপ্তাহের শুরুতে ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ-২০২৫’ জারি হতে পারে। তবে আদেশ রাষ্ট্রপতি জারি করবেন, নাকি প্রধান উপদেষ্টা জারি করবেন তা চূড়ান্তের পর জানা যাবে। বৈঠকে বিষয়টির আইনি দিক পর্যালোচনা করা হবে। আইনগত কোনো জটিলতা না থাকলে প্রধান উপদেষ্টাই জারি করবেন জুলাই সনদ বাস্তবায়ন আদেশ। না হলে রাষ্ট্রপতির মাধ্যমেই আদেশ জারি করা হবে।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রধান উপদেষ্টার এই ভাষণ খুবই সংক্ষিপ্ত হবে। সচরাচর জাতির উদ্দেশে দেওয়া ভাষণ সম্প্রচারের আগে রেকর্ড হয়ে থাকলেও আজ সরাসরি সম্প্রচার হবে। জুলাই আদেশ বাস্তবায়ন সম্পর্কিত উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তই তিনি ভাষণ আকারে পাঠ করবেন। জুলাই সনদের বিষয় ছাড়াও তার ভাষণে ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন এবং মানবতাবিরোধী অপরাধের বিচার প্রসঙ্গও আসতে পারে।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে উচ্চকক্ষ গঠন করা হবে। আগামী সংসদ হবে দুই কক্ষ বিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে ১০০ জন সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে।
১২ মিনিট আগে
জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ জারি করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বৃহস্পতিবার তিনি আদেশ জারির পর তার গেজেট প্রকাশিত হয়।
১৪ মিনিট আগে
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, প্রাতিষ্ঠানিক সংস্কারের ধারাবাহিকতায় বিটিভিকে স্বায়ত্তশাসন দেওয়া হচ্ছে। এখন থেকে বিটিভি হবে সবার, সব দলের এবং সব মানুষের। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে বিটিভি আয়োজিত ‘নতুন কুঁড়ি ২০২৫’ প্রতিযোগিতায় বিজয়ী শিশুশিল্পীদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে
২০ মিনিট আগে
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, গত বছর আগস্ট মাসে জুলাই গণঅভ্যুত্থানের শক্তিবলে আমরা অন্তর্বর্তী সরকার গঠন করেছিলাম। এরপর আমরা এখন আমাদের মেয়াদে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে উপনীত হয়েছি। আমাদের সরকারের ওপর ন্যস্ত দায়িত্ব ছিল মূলত তিনটি। হত্যাকাণ্ডের বিচার করা, একটি জবাবদিহিমূলক
২৫ মিনিট আগে