সাভারকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা, বায়ুদূষণ নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ১৫: ৫১

বায়ুদূষণ রোধ করার লক্ষে ঢাকার সাভার উপজেলাকে আনুষ্ঠানিকভাবে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ সরকার পরিবেশ সুরক্ষার জন্য বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২-এর ধারা ৫ অনুযায়ী এই ঘোষণা দিয়েছে। গতরোববার পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান স্বাক্ষরিত এক পরিপত্রের মাধ্যমে এই সিদ্ধান্ত প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞাপন

এই ঘোষণার প্রেক্ষিতে সেপ্টেম্বর ২০২৫ থেকে সাভারে টানেল ও হাইব্রিড হফম্যান কিলন ব্যতীত সব ধরনের ইটভাটায় ইট পোড়ানো বন্ধ থাকবে। কেবল নির্ধারিত প্রযুক্তিনির্ভর ইটভাটাগুলো কার্যক্রম চালাতে পারবে। এছাড়া উন্মুক্ত স্থানে কঠিন বর্জ্য পোড়ানো এবং বায়ুদূষণকারী নতুন শিল্প স্থাপনের ক্ষেত্রে পরিবেশগত ছাড়পত্র দেওয়াও নিষিদ্ধ করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের সার্বক্ষণিক বায়ুমান পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য বিশ্লেষণ অনুযায়ী, সাভারের বায়ুর বার্ষিক মান জাতীয় সীমার প্রায় তিন গুণ বেশি। বিশেষ করে শুষ্ক মৌসুমে প্রায় পাঁচ মাস ধরে প্রবাহিত উত্তরপশ্চিম ও উত্তরপূর্ব বাতাস ঢাকার ওপর দূষণের প্রভাব ফেলে, যা রাজধানীর ঘনবসতিপূর্ণ এলাকার জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

সরকার আশা করছে, এই উদ্যোগের ফলে সাভারসহ ঢাকা ও আশপাশের অঞ্চলের বায়ুদূষণ কমবে এবং জনগণের স্বাস্থ্য সুরক্ষিত থাকবে। পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে এই ঘোষণাকে বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত