আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভিসা ছাড়াই যাওয়া যাবে পাকিস্তানে, চুক্তির খসড়া অনুমোদন

স্টাফ রিপোর্টার
ভিসা ছাড়াই যাওয়া যাবে পাকিস্তানে, চুক্তির খসড়া অনুমোদন

বাংলাদেশ এবং পাকিস্তানের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীরা উভয়ের দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন। উভয় দেশের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তির খসড়া অনুমোদন দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ড. ইউনুসের সভাপতিত্বে তার কার্যালয় অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক মিটিংয়ে এটি অনুমোদন দেওয়া হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ও পাকিস্তানের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীগণের পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তির খসড়া অনুমোদন করা হয়েছে।

ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে প্রাথমিকভাবে ৫ বছরের জন্য এ ভিসামুক্ত চুক্তিটি হবে। ভারতসহ আরও ৩১টি দেশের সঙ্গে একই ধরনের চুক্তি রয়েছে বাংলাদেশের।

তিনি বলেন, অফিসিয়াল পাসপোর্ট ও কূটনীতিক পাসপোর্টধারীরা এই সুবিধা পাবেন।

শফিকুল আলম আরও বলেন, সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের অগ্রগতি নিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা হয়েছে। ১০টি সংস্কার কমিশনের পাশাপাশি মন্ত্রণালয়গুলো সমন্বয় করে সংস্কার কাজ করছে। কমিশনের প্রতিবেদনের জন্য তারা বসে নেই।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

রায়েরবাজারে দাফন করা অজ্ঞাত ১৮২ শহীদের লাশ উত্তোলন শুরু রোববার

‌নির্বাচনের প্রক্রিয়া যেন ব্যাহত না হয়, সে জন্য কাজ করছে বিএন‌পি: আলাল

যৌথবাহিনীর হাতে আটক বহিষ্কৃত যুবদল নেতার কারাগারে মৃত্যু

টিসিবির মাধ্যমে চিনি বিক্রি চলমান থাকবে: শিল্প উপদেষ্টা

স্বৈরাচার দেশে জুলুমতন্ত্র কায়েম করে সবকিছু লুটেপুটে নিয়েছে: জাহিদুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন