আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

এনবিআরের রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা বিভাগের প্রশাসনিক অনুমোদন

স্টাফ রিপোর্টার

এনবিআরের রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা বিভাগের প্রশাসনিক অনুমোদন

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে নতুনভাবে গঠিত রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের দায়িত্ব এবং জনকাঠামো চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়।

এর মাধ্যমে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের সুনির্দিষ্ট দায়িত্ব নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে এই দুই বিভাগে কোন ধরনের কর্মকর্তা নিযুক্ত হবেন এবং জনবল পদায়নের প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হবে, সে বিষয়েও বিস্তারিত জানানো হবে।

বিজ্ঞাপন

সভায় অর্থ এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়সহ সরকারের ছয়জন উপদেষ্টা এবং মন্ত্রিপরিষদ সচিব ও মুখ্য সচিবসহ সরকারের ১৪ জন সচিব/সিনিয়র সচিব উপস্থিত ছিলেন। এ সভায় প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত মোট ১১টি প্রস্তাব অনুমোদিত হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন