আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পুশইন ইস্যুতে বিএসএফকে যে বার্তা দিল বিজিবি

আমার দেশ অনলাইন

পুশইন ইস্যুতে বিএসএফকে যে বার্তা দিল বিজিবি
শুক্রবার বিএসএফের কাছে সোনালী খাতুন ও তার সন্তানকে হস্তান্তর করে বিজিবি

ভারতীয় নাগরিক সোনালী বিবিকে ফেরত পাঠানো নিয়ে বিজিবির ৫৯ মহানন্দা ব্যাটালিয়নের তরফে লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া এক বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে সোনালী বিবির ঘটনাকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের অমানবিক পুশইনের শিকার উল্লেখ করে সংযত থাকার বার্তা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সাম্প্রতিক সময়ে সীমান্ত দিয়ে পুশইনের তীব্র সমালোচনা করে বিবৃতিতে কিবরিয়া বলেছেন, বিএসএফের পুশইন কর্মকাণ্ড আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড ও দ্বিপাক্ষিক সীমান্ত ব্যবস্থাপনা চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন।

বিজিবির তরফ থেকে আশা প্রকাশ করে বলা হয়েছে, পুশইনসহ সব ধরনের অমানবিক ও আন্তর্জাতিক আইনবিরোধী কার্যকলাপ বিএসএফ বন্ধ করবে। সেই সঙ্গে ভবিষ্যতে সীমান্তে সৌহার্দ্যপূর্ণ, মানবিক ও আইনসম্মত প্রক্রিয়া বজায় রাখতে বিএসএফের উদ্দেশ্যে আহ্বান জানানো হয়েছে।

সোনালী ও তার শিশুকে হস্তান্তর শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, ‘বিএসএফ যেভাবে এই ধরনের অমানবিক পুশব্যাক করছে তা আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড এবং দ্বিপাক্ষিক সীমান্ত ব্যবস্থাপনা চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। এ ধরনের কর্মকাণ্ড দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মানবিক সংকট সৃষ্টি করছে এবং দুই দেশের সুসম্পর্কের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বিজিবি মানবিক মূল্যবোধ, আন্তর্জাতিক আইন ও প্রতিবেশীসুলভ সম্পর্ককে সর্বোচ্চ মর্যাদা দিয়ে পুরো প্রক্রিয়া সম্পন্ন করেছে। বিশেষ করে অন্তঃসত্ত্বা নারী ও শিশুর সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।’

গত ২৬ সেপ্টেম্বর কলকাতা হাইকোর্ট সোনালী খাতুনদের চার সপ্তাহের মধ্যে ভারতে ফেরানোর নির্দেশ দেয়। কিন্তু কেন্দ্র তা না মানায় হাইকোর্ট আদালত অবমাননার মামলা করার নির্দেশ দেয়। তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করে কেন্দ্র। সেই মামলায় সোনালী বিবি এবং তার সন্তানকে ভারতে ফিরিয়ে আনতে গত বুধবার কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। এরপর সোনালী ও তার ছেলেকে দেশে ফেরাতে রাজি হয় ভারত সরকার।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন