আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে সারা দেশে বিক্ষোভ

আমার দেশ অনলাইন

ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে সারা দেশে বিক্ষোভ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনাসহ দেশের বিভিন্ন স্থানে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, বেলা ২টা থেকে অবরোধ শুরু হওয়ার কথা থাকলেও বেলা ১১টার মধ্যেই বিক্ষোভকারী শাহবাগ মোড়ে আসতে শুরু করেন। তারা মোড়ের পাশে সড়কে অবস্থান নিয়ে স্লোগান দেন।

বিজ্ঞাপন

এর আগে, গত শুক্রবার দুপুর থেকে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করে ইনকিলাব মঞ্চ। পরে গতকাল রাতে তথ্য ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সেখানে যান।

উপদেষ্টা জানান, আগামী ৭ জানুয়ারির মধ্যে শহীদ হাদি হত্যা মামলার চার্জশিট দেওয়া হবে এবং মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেওয়া হবে।

Demonstration 2

পরে রাতে শাহবাগে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে ইনকিলাব মঞ্চ এবং রোববার দুপুর ২টায় বিভাগীয় শহরে অবরোধের ডাক দেয়।

গাজীপুর: গাজীপুরে আজ রোববার বিকেল ৩টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তায় শতাধিক বিক্ষোভকারী জড়ো হয়ে সড়ক অবরোধ করে।

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে একই সময়ে সাইনবোর্ড এলাকায় বাঁশ ও কাঠ ফেলে অবরোধ শুরু করে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এনসিপির জেলা কমিটির সদস্য জাবেদ আলম বলেন, হাদির ওপর হামলার বিচার সারাদেশের মানুষ চায়। সেই বিচার দ্রুত করার দাবিতেই আজ সবাই এখানে ব্লকেড কর্মসূচিতে আছি।

Demonstration

চট্টগ্রাম: বন্দনগরীর চট্টগ্রামের বাকলিয়া থানাধীন নতুনব্রিজ এলাকায় দুপুর ২টার দিকে ইনকিলাব মঞ্চ চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউনিটের ডাকে অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। নতুনব্রিজ চৌরাস্তাটি শহরের সঙ্গে দক্ষিণ চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবানকে শাহ আমানাত সেতুর মাধ্যমে সংযুক্ত করে। অবরোধের কারণে এসব এলাকার মধ্যে যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়।

খুলনা: খুলনায় বিকেল ৪টার দিকে শিববাড়ি মোড়ে বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ইনকিলাব মঞ্চের আহ্বানে বিক্ষোভকারীরা শিববাড়ি মোড়ের পশ্চিম দিকের সড়ক অবরোধ করে সেখানে বসে পড়েন। অবস্থান কর্মসূচিতে নারী ও শিশুদেরও অংশ নিতে দেখা গেছে।

বরিশাল: বরিশালে রোববার বিকেল সোয়া ৩টার দিকে নথুল্লাবাদ বাস টার্মিনালের সামনে অবরোধ শুরু করে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। অবরোধের ফলে বরিশাল-ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। একইসঙ্গে বরিশাল থেকে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, যশোর এবং অন্যান্য জেলার সাথে সংযোগকারী অন্তত ৩২টি রুটে শত শত যানবাহন আটকা পড়ে।

রাজশাহী: রাজশাহী নগরীর তালাইমারী মোড়ে আজ রোববার দুপুর আড়াইটার দিকে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। বিক্ষুব্ধরা হাদি হত্যার বিচারের দাবিতে স্লোগান দেয়।

সিলেট: সিলেটে বিকেল ৩টার দিকে নগরীর প্রাণকেন্দ্র চৌহাট্টায় অবস্থান নেয় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।

কুমিল্লা: হাদি হত্যার বিচারের দাবিতে আজ রোববার বিকেলে কুমিল্লা শহরের পূবালী চত্বরে বিক্ষোভ শুরু করে ইনকিলাব মঞ্চ, এনসিপি ও এবি পার্টির নেতাকর্মীরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন