আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শহীদ হাদি হত্যার বিচারের দাবিতে রাজশাহী–ঢাকা মহাসড়ক অবরোধ

রুয়েট প্রতিনিধি

শহীদ হাদি হত্যার বিচারের দাবিতে রাজশাহী–ঢাকা মহাসড়ক অবরোধ
ছবি: আমার দেশ।

রাজশাহীতে রোববার (২৮ ডিসেম্বর) শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচারের দাবিতে রাজশাহী–ঢাকা মহাসড়কের তালাইমারী মোড় অবরোধ করা হয়েছে। ভারতীয় আধিপত্যবাদ বিরোধী রাজশাহীবাসীর আয়োজনে ইনকিলাব মঞ্চের পূর্বঘোষিত বিভাগীয় শহর অবরোধ কর্মসূচির অংশ হিসেবে এতে অংশ নেন আন্দোলনকারীরা। এসময় সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

অবরোধ চলাকালে আন্দোলনকারীরা অ্যাম্বুলেন্সসহ জরুরি যানবাহন চলাচলের ব্যবস্থা করে দেন। ফলে জরুরি সেবায় নিয়োজিত যান চলাচল সচল রাখা সম্ভব হয়।

বিজ্ঞাপন

অবরোধ কতক্ষণ চলবে—এমন প্রশ্নের জবাবে আন্দোলনকারীরা জানান, পরিস্থিতির ওপর নির্ভর করে প্রয়োজনে সারারাত কর্মসূচি চালিয়ে যাওয়া হবে।

উল্লেখ্য, শরীফ ওসমান হাদি ছিলেন জুলাই গণ-অভ্যুত্থানের অগ্রনায়ক, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠস্বর এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক। তিনি গত ১২ ডিসেম্বর গুলিবিদ্ধ হন এবং চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর মৃত্যুবরণ করেন। আন্দোলনকারীদের অভিযোগ, পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতেই এই অবরোধ কর্মসূচি পালন করা হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...