বাংলাদেশ শান্তিকামী দেশ হিসেবে সারা বিশ্বে প্রমাণ করেছে: অর্থ উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৯ মে ২০২৫, ২০: ৫৭

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশ সারা বিশ্বে প্রমাণ করেছে আমরা একটি শান্তিকামী দেশ। আমাদের সেনাবাহিনী অন্য দেশে শান্তি বজায় রাখার পাশাপাশি উন্নয়নেও অবদান রাখছে।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের কর্মসূচির অংশ হিসেবে আহত শান্তিরক্ষীদের জন্য সংবর্ধনা অনুষ্ঠানে বৃহস্পতিবার প্রধান অতিথির বক্তব্যে সালেহউদ্দিন এসব কথা বলেন। চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠান আয়োজিত হয়।

অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান ছাড়াও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, নৌ বাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম, ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী, বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস প্রমুখ উপস্থিত ছিলেন।

অর্থ উপদেষ্টা বলেন, জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশ সুনামের সঙ্গে ভাবমূর্তি ধরে রেখেছে। প্রমাণ করেছে যে, বাংলাদেশ একটি শান্তিকামী দেশ। ভবিষ্যতেও আমাদের কার্যক্রম চলমান থাকবে।

জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে পৃথিবীর বিভিন্ন দেশে দায়িত্ব পালন করতে গিয়ে এ পর্যন্ত ১৬৮ জন শহীদ হয়েছেন উল্লেখ করে অর্থ উপদেষ্টা তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। তিনি আশা প্রকাশ করে বলেন, অতীতের মতো ভবিষ্যতে পিস কিপিংয়ে (শান্তি রক্ষায়) বাংলাদেশের সুনামের সঙ্গে দায়িত্ব পালন করবে।

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশ এখন অবিসংবাদিত নাম। ১৯৮৮ সাল থেকে বাংলাদেশ বিশ্বশান্তি রক্ষায় কাজ করে আসছে। বর্তমানে বিশ্বের ৯টি দেশে ৫ হাজার ৮১৮ জন শান্তি রক্ষী কাজ করছে।

অনুষ্ঠানে অর্থ উপদেষ্টার বক্তব্যের আগে শান্তিরক্ষার মিশনে গিয়ে পঙ্গু দুজন যোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়। এর মধ্যে একজন সশস্ত্র বাহিনীর, অন্যজন বাংলাদেশ পুলিশের কনস্টেবল।

এর আগে সকালে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে কুর্মিটোলায় বিমানবাহিনীর ঘাঁটি বাশারে শান্তিরক্ষী র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালি উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

ইসলামী আন্দোলনের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক

শুক্র-শনিবারও চলবে বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম

প্রধান উপদেষ্টার আদেশে জুলাই সনদের আইনি রূপ দিতে হবে

নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা শুরুর দাবিতে অবস্থান কর্মসূচি

আইআরআই’র সঙ্গে নির্বাচনের প্রক্রিয়া ও ইসির নিরপেক্ষতা নিয়ে আলোচনা এনসিপির

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত